এলটিটিই নেতা ভেল্লুপিল্লাই প্রভাকরণ জীবিত আছেন। এমনই দাবি লিবারেশন টাইগার অফ তামিল ইলম-এর শীর্ষ নেতা পাঝা নেদুমারানের। সোমবার ওয়ার্ল্ড তামিল ফেডারেশনের সভাপতি পাঝা নেদুমারান সংবাদমাধ্যমকে বলেন, নানা প্রান্ত থেকে দাবি করা হচ্ছে যে এলটিটিই শীর্ষ নেতা ভেল্লুপিল্লাই প্রভাকরণ ২০০৯-য়ে শ্রীলঙ্কা সেনার অভিযানে প্রাণ হারিয়েছেন।
আরও পড়ুন-আম্বেদকরের চিঠি
কিন্তু এই খবর ঠিক নয়। প্রভাকরণ এবং তাঁর পরিবারের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। প্রভাকরণ বেঁচে আছেন। তাঁর শরীর এবং স্বাস্থ্য ভাল আছে। স্বাধীন তামিল রাষ্ট্রগঠনের জন্য এলটিটিই নতুন করে আন্দোলন শুরু করবে। প্রভাকরণ সেই আন্দোলনের রূপরেখা তৈরিতে ব্যস্ত। কয়েকদিনের মধ্যে নতুন রণনীতি ঘোষিত হবে।