প্রতিবেদন : আমেরিকার পর এবার গুপ্তচর বেলুনের হদিশ মিলল ইউক্রেনে। বুধবার সে দেশের রাজধানী কিয়েভের আকাশে একাধিক রুশ গুপ্তচর বেলুন উড়তে দেখা যায়। একটি বেলুন গুলি করে নামায় ইউক্রেনীয় সেনা। যদিও জেলেনস্কি বাহিনীর দাবি, তারা বেলুনের ঝাঁকে গুলি চালিয়ে গোটা ছয়েককে মাটিতে নামিয়েছে।
আরও পড়ুন-প্রেমিকার দেহের সঙ্গেই বেশ কিছুক্ষণ ছিল হার্দিক
বুধবার কিয়েভের আকাশে রুশ বেলুনের দেখা মিলতেই সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। বৃহস্পতিবার সকালে ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইগনট জানান, নজরদারি চালানোর পাশাপাশি ইউক্রেনীয় বিমান হামলা প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দুর্বল করতে একাধিক গুপ্তচর বেলুন পাঠাতে পারে রুশ সেনা।
আরও পড়ুন-বিবিসি বিতর্কে নয়া ইন্ধন ধনকড়ের, আয়কর তল্লাশি অব্যাহত
প্রসঙ্গত, চলতি মাসে আমেরিকার দক্ষিণ ক্যারোলিনা উপকূলের কাছে একটি সন্দেহজনক বেলুনকে গুলি করে নামানো হয়েছিল। ওই বেলুনটি চিনের গুপ্তচর সংস্থা নজরদারির জন্য পাঠিয়েছিল বলে অভিযোগ ওঠে। বেজিংয়ের অবশ্য নজরদারির অভিযোগ অস্বীকার করে। জিনপিং সরকার জানায়, আবহাওয়া সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা এবং বৈজ্ঞানিক গবেষণার জন্য বেলুনটি ছাড়া হয়েছিল। ভুলবশত সেটি আমেরিকার আকাশে ঢুকে পড়ে।