সংবাদদাতা, জলপাইগুড়ি : বাংলাভাষা একাদশ ও দ্বাদশ শতাব্দী থেকে চলছে। এই ভাষাকে ‘ধ্রুপদী’ ভাষার স্বীকৃতি দেওয়ার জন্য কেন্দ্র সরকারের (Modi Government) কাছে আবেদন করবে রাজ্য সরকার। শনিবার জলপাইগুড়ি ৩৮তম রাজ্য ক্রীড়া উৎসবে অতিথি হিসেবে এসে একথা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu)। তাঁর সাফ দাবি— তামিল, তেলুগু, মালয়ালম, ওড়িয়া— এই ভাষাগুলিকে কেন্দ্র সরকার ধ্রুপদী ভাষা হিসেবে মান্যতা দিয়েছে। ঠিক সেভাবে বাংলা ভাষাকেও ধ্রুপদী ভাষার মান্যতা দেওয়া হোক। তার জন্য শিক্ষা দফতরের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে কেন্দ্রের কাছে আবেদন করা হবে কিছু দিনের মধ্যেই, জানান ব্রাত্য (Education Minister Bratya Basu)। ছোট ছোট পড়ুয়ারা মোবাইলের নেশায় আসক্ত হয়ে পড়ছে। তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। ৩৮তম রাজ্য বার্ষিক ক্রীড়া উৎসব শুরু হল শনিবার, চলবে রবিবার পর্যন্ত। শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে প্রতিযোগিতার সূচনা হল। ছিলেন অনগ্রসর শ্রেণিকল্যাণ মন্ত্রী বুলুচিক বড়াইক, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলাশাসক মৌমিতা গোদারা, পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো, জেলা পরিষদ সভাধিপতি উত্তরা বর্মন প্রমুখ। কলকাতা থেকে কোচবিহার, ২২ জেলার প্রায় ১২০০ প্রতিযোগী অংশ নেয়।