সংবাদদাতা, বালুরঘাট : ফের বিএসএফের গুলিতে মৃত্যু। ভারত-বাংলাদেশের (India-Bangladesh) হিলি সীমান্তে (Hili Border- BSF) কুণ্ডুপাড়ায়। বিএসএফ সূত্রে খবর, সীমান্তে প্রহরা চলাকালীন জওয়ানরা এক সন্দেহভাজন ব্যক্তিকে এক পরিত্যক্ত চালকলের দিকে দৌড়তে দেখে। জওয়ানরা তাকে থামানোর চেষ্টা করলে সে চালকলের পাঁচিল টপকে ভিতরে ঝোপে ঢুকে যায় এবং দা ও বাঁশের লাঠি নিয়ে পাঁচ-ছয় ন মিলে জওয়ানদের আক্রমণ করে। প্রতিরোধে বিএসএফ জওয়ানরা শূন্যে এক রাউন্ড গুলি ছুঁড়লেও দুষ্কৃতীদের নিবৃত্ত করা যায় না। তখন ৬১ নং ব্যাটেলিয়নের হিলি বর্ডার আউটপোস্টের জওয়ানরা গুলি চালায়। আহত হয় এক যুবক। তাকে হিলি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। বিএসএফ (Hili Border- BSF) জানিয়েছে, যুবকের নাম বাবু, বাড়ি বাংলাদেশের দিনাজপুর জেলার হাকিমপুরের ফকিরপাড়ায়। মৃতের কাছ থেকে দুটি দা, দুটি বাঁশের লাঠি, ৭০ বোতল ফেন্সিডিল, বাংলাদেশি টাকা, মোবাইল ইত্যাদি মিলেছে।
আরও পড়ুন:সাগরদিঘি তৃণমূলেরই : ফিরহাদ