প্রতিবেদন : এবারের মতো রাজ্য থেকে বিদায় নিয়েছে শীত (Winter- West Bengal)। শিবরাত্রির পরে বাংলায় আর নতুন করে শীত ফেরার সম্ভাবনা নেই, জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। রাজ্যে ফের চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। সেই সঙ্গে সকাল থেকে জেলায় জেলায় শুরু হয়েছে কুয়াশার দাপট। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ৪-৫ দিনে রাজ্যের তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। কয়েকদিনে কলকাতার (Kolkata) তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছতে পারে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২১.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত সকাল ও সন্ধ্যায় সামান্য ঠান্ডার আমেজ থাকবে। শহরে দিনের বেলায় উষ্ণতা থাকবে। তবে কয়েকটি জেলায় খুব হালকা শীতের অনুভূতি বজায় থাকবে। আরও দুই থেকে চারদিন সকাল এবং রাতের দিকে এই অবস্থা চলবে। উত্তরবঙ্গের দার্জিলিং (Darjeeling) এবং কালিম্পংয়ের (Kalimpong) কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের (Winter- West Bengal) সবক’টি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। আবহাওয়া অফিস বলছে, মেঘ পুরোপুরি সরে গেলেই ফের তাপমাত্রা বাড়তে শুরু করবে।