প্রতিবেদন : সলমন রুশদির উপর হামলা চালানো যুবককে বড় মাপের উপহার দিল ইরানের একটি মৌলবাদী সংগঠন। সাহসিকতার পুরস্কার হিসেবে তাকে এক হাজার বর্গমিটার চাষের জমি দেওয়া হয়েছে। ইরানের জাতীয় টেলিভিশন এই খবর দিয়েছে।
আরও পড়ুন-২৬/১১-র জঙ্গিরা কেন এখানে বহাল তবিয়তে? পাক মাটিতে দাঁড়িয়ে প্রশ্ন জাভেদের
উল্লেখ্য, ৩৩ বছর আগে ইরানের তৎকালীন শাসক আয়াতুল্লা খোমেইনি রুশদিকে হত্যা করার ফতোয়া জারি করেছিল। তারপর থেকেই অজ্ঞাতবাসে রয়েছেন এই বিখ্যাত লেখক। ২০২২ সালের ১২ অগাস্ট নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে হাদি মাতার নামে এক যুবক রুশদির উপর প্রাণঘাতী হামলা চালিয়েছিল। ইরানের একটি মৌলবাদী সংগঠন বলেছে, রুশদিকে আক্রমণ করে তাঁর একটি চোখ ও হাত অকেজো করে দিয়েছে এই হাদি। তার এই কাজে মুসলিম সম্প্রদায় খুশি। এজন্য আমরা হাদিকে ধন্যবাদ জানাই। ওই সংগঠনটি হাদিকে বিশেষ পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করেছে। ওই সংগঠনের সভাপতি মহম্মদ জারেই বলেছেন, এই মুহূর্তে রুশদি এক জীবন্ত লাশের বেশি কিছু নয়। এই প্রশংসনীয় কাজের জন্য হাদি মাতারকে এক হাজার বর্গমিটার চাষের জমি দেওয়া হবে। বিনামূল্যেই তাকে এই জমি উপহার হিসেবে দেওয়া হবে।
আরও পড়ুন-সাংসদ হওয়ার পর ৩ বছরে রাজ্যসভায় একটিও প্রশ্ন নেই রঞ্জন গগৈয়ের
উল্লেখ্য, ১৯৯১ সালে রুশদির লেখা বই দ্য স্যাটানিক ভার্সেস প্রকাশিত হয়েছিল। তারপরই রুশদির বিরুদ্ধে ফতোয়া জারি করেছিল ইরানের সর্বোচ্চ শাসক খোমেইনি। উল্লেখ্য, হাদির আক্রমণের পর দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয়েছিল রুশদিকে। তার একটি হাত ও চোখ প্রায় নষ্ট হয়ে গিয়েছে। যে কারণে বর্তমানে তিনি লেখালেখির কাজ করতে পারছেন না।