বাড়িতে বাংলাতেই কথা বলুন : মুখ্যমন্ত্রী

চাকরিসূত্রে বা অন্যান্য কারণে বাংলা ছেড়ে বাইরে থাকা ভূমিপুত্রদের রাজ্যের প্রতি আবেগ-শিকড়ের টানকে বিশেষ স্বীকৃতি দিতে উদ্যোগী হল রাজ্য সরকার

Must read

প্রতিবেদন : চাকরিসূত্রে বা অন্যান্য কারণে বাংলা ছেড়ে বাইরে থাকা ভূমিপুত্রদের রাজ্যের প্রতি আবেগ-শিকড়ের টানকে বিশেষ স্বীকৃতি দিতে উদ্যোগী হল রাজ্য সরকার। মাতৃভাষা দিবসে প্রবাসী বাঙালিদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপহার তাঁদের জন্য বিশেষ পোর্টাল এবং পৃথক পরিচয়পত্র— ‘আপন বাংলা’ কার্ড। একইসঙ্গে দেশপ্রিয় পার্কের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ইংরেজিটা ভাল করে শিখুন, বিশেষ বিশেষ ক্ষেত্রে দরকার। কিন্তু বাড়িতে পরিবারের সঙ্গে কথা বলার সময় বাংলা ভাষায় কথা বলাটা গুরুত্বপূর্ণ। বাংলা যাঁদের মাতৃভাষা তাঁরা অন্য ভাষা শিখুন, কিন্তু বাংলাকে ভুললে চলবে না।

আরও পড়ুন-খতম হিজবুল প্রধান

নবান্নের তরফে জানানো হয়েছে, প্রবাসীদের জন্য একগুচ্ছ সুবিধা থাকছে এই কার্ডে। এই কার্ডের সুবাদে বাণিজ্য সম্মেলনগুলিতে শামিল হতে পারবেন এই প্রবাসী বাঙালিরা। এর ফলে রাজ্যে বিদেশি বিনিয়োগের পথ সুগম হবে। এই কার্ডে পাসপোর্ট নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং তিনি কোন দেশের বাসিন্দা, তা উল্লেখ করা থাকবে। এই পরিষেবার জন্য ‘আপন বাংলা’ নামে একটি নয়া পোর্টালও চালু করছে রাজ্য। বিশ্বের যে কোনও প্রান্ত থেকে এই পোর্টালের মাধ্যমে প্রবাসীরা এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। পোর্টালে নির্দিষ্ট তথ্য দেওয়ার পরে কার্ড তৈরি হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবেই। এঁদের জন্য প্রবাসী বাংলা সহায়তাকেন্দ্রও চালু করা হবে। প্রবাসীরা যাতে নিজের শিকড় চিনতে পারেন, সেই উদ্দেশ্যে তাঁদের নিয়ে পৃথক পর্যটন পরিকল্পনা রয়েছে রাজ্যের। নিজের জেলাকে চেনানোর জন্যও থাকবে বিশেষ ব্যবস্থা। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, কলকাতা বইমেলা, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নেওয়ার ক্ষেত্রেও বিশেষ অগ্রাধিকার পাবেন তাঁরা।

আরও পড়ুন-ফেসবুকেও ব্লু ব্যাজ

ওই পোর্টাল প্রসঙ্গে মুখ্যমন্ত্রী দেশপ্রিয় পার্কের মঞ্চে বলেন, মঙ্গলবার যে পোর্টালটি আমরা করলাম, টু কমিউনিকেট, টু কানেক্ট, আমাদের প্রবাসী বাঙালিদের জন্য। তাঁরা বাংলার অনেক কিছু জানতে চান। যোগাযোগ করতে চান। তাঁদের জন্য এই পোর্টাল।’’ এই বিষয়ে রবীন্দ্রনাথের একটি কবিতার অংশও উদ্ধৃত করেন মমতা। তাঁর কথায়, ‘‘ভাষা দিবসের দিন রবীন্দ্রনাথের সেই কথা বলি, বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারও।

Latest article