ফেসবুকেও ব্লু ব্যাজ

২০২২ সালের নভেম্বরে মার্কিন ধনকুবের এলন মাস্ক অর্থের বিনিময়ে ট্যুইটারের ব্লু ব্যাজ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন

Must read

ট্যুইটারের মতোই এখন থেকে অর্থের বিনিময়ে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরাও নিজেদের অ্যাকাউন্ট ভেরিফায়েড করতে পারবে অর্থাৎ ব্লু ব্যাজ পাবে। এমনটাই জানাল ফেসবুকের সহায়ক সংস্থা মেটা। ২০২২ সালের নভেম্বরে মার্কিন ধনকুবের এলন মাস্ক অর্থের বিনিময়ে ট্যুইটারের ব্লু ব্যাজ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন।

আরও পড়ুন-২৬/১১-র জঙ্গিরা কেন এখানে বহাল তবিয়তে? পাক মাটিতে দাঁড়িয়ে প্রশ্ন জাভেদের

মাস্কের দেখানো পথ অনুসরণ করে একই ঘোষণা করলেন মেটা কর্তা মার্ক জুকারবার্গও। মেটার এই ব্লু ব্যাজের জন্য একজনকে মাসে ভারতীয় মুদ্রায় ১,২৬২ টাকার বেশি খরচ করতে হবে। তবে আইফোন ব্যবহারকারীদের দিতে হবে ১,৫৭৮ টাকা। প্রাথমিকভাবে এই প্রক্রিয়া অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চালু হবে। মেটার সিইও মার্ক জুকারবার্গ বলেছেন, সংস্থার এই পদক্ষেপ সোশ্যাল মিডিয়া অ্যাপের নিরাপত্তা আরও বৃদ্ধি করবে।

Latest article