২৬/১১-র জঙ্গিরা কেন এখানে বহাল তবিয়তে? পাক মাটিতে দাঁড়িয়ে প্রশ্ন জাভেদের

সম্প্রতি সে দেশে উর্দু কবি ফয়েজ আহমেদ ফয়েজের স্মৃতিতে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে লাহোর গিয়েছিলেন জাভেদ।

Must read

প্রতিবেদন : পাকিস্তানের মাটিতে বসেই কার্যত ইসলামাবাদকে তুলোধোনা করলেন প্রখ্যাত গীতিকার জাভেদ আখতার। সম্প্রতি সে দেশে উর্দু কবি ফয়েজ আহমেদ ফয়েজের স্মৃতিতে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে লাহোর গিয়েছিলেন জাভেদ। সেই অনুষ্ঠানে তিনি পাকিস্তানের বিরুদ্ধে কার্যত বোমা দেগেছেন।

আরও পড়ুন-সাংসদ হওয়ার পর ৩ বছরে রাজ্যসভায় একটিও প্রশ্ন নেই রঞ্জন গগৈয়ের

জাভেদ ওই অনুষ্ঠানের পাক সঞ্চালককে উদ্দেশ্য করে বলেন, আমরা তো মেহেদি হাসান, নুসরত ফতেআলি খানকে নিয়ে গিয়ে ভারতে কত বড় মাপের অনুষ্ঠান করেছি। কিন্তু আপনারা কি কখনও লতা মঙ্গেশকরকে নিয়ে এসে এখানে অনুষ্ঠান করেছেন? ২৬/১১ মুম্বই হামলার কথা উল্লেখ করে জাভেদ বলেন, আমি মুম্বইয়ের লোক। আমি দেখেছি ২৬/১১ কী ঘটনা ঘটেছিল। ওই হামলা যারা চালিয়েছিল তারা তো মিশর বা নরওয়ে থেকে আসেনি। তারা আপনাদের দেশ থেকে গিয়েছিল এবং তারা এখনও এখানে প্রকাশ্য রাস্তায় বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। যদিও ভারত একাধিকবার তাদের বিরুদ্ধে অভিযোগ করেছে।

আরও পড়ুন-জুনেইদ-নাসিরকে পুড়িয়ে খুন, হত্যাকারীরা সবাই গোরক্ষা বাহিনীর সদস্য, যোগাযোগ মিলেছে হরিয়ানা পুলিশের

ওই অনুষ্ঠানে এক ব্যক্তি জাভেদকে প্রশ্ন করেন, আপনি তো পাকিস্তানে অনেকবার এসেছেন। আপনি কি ভারতে ফিরে গিয়ে সেখানকার মানুষকে বলেন যে, পাকিস্তানের লোকজন খুব ভাল? এই প্রশ্নের উত্তরে জাভেদ বলেন, এখন আমাদের একে অপরকে দোষারোপ করার সময় নয়। এভাবে একে অপরকে দোষারোপ করে কোনও সমস্যার সমাধান হয় না। কীভাবে সমস্যার সমাধান করা যায় সে বিষয়ে সকলকে চিন্তাভাবনা করতে হবে।

Latest article