দুবাই, ২১ ফেব্রুয়ারি : বর্ণময় কেরিয়ারের শেষটা রূপকথার হল না সানিয়া মির্জার। মঙ্গলবার দুবাই ওপেনে মেয়েদের সিঙ্গলসের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন সানিয়া। সরাসরি সেটে হেরে শেষ হল পেশাদার টেনিস সার্কিটের বৃত্তটা।
আরও পড়ুন-খতম হিজবুল প্রধান
আমেরিকার ম্যাডিসন কিসের সঙ্গে জুটি বেঁধে দুবাই ওপেন খেলতে নেমেছিলেন সানিয়া। এদিন সানিয়াদের প্রতিপক্ষ ছিলেন লুদমিলা সামসোনোভা ও ভেরোনিকা কুদেরমেতোভা। রুশ জুটির কাছে ৪-৬, ০-৬ সেটে হেরে গেলেন সানিয়া-ম্যাডিসন জুটি। দু’চোখে জল নিয়েই টেনিসকে বিদায় জানালেন ৩৬ বছরের টেনিস সুন্দরী। দুই দশকের দীর্ঘ কেরিয়ারে প্রায় প্রতিটি ডব্লুটিএ ১০০০ ডাবলস টুর্নামেন্টে অন্তত একবার ফাইনাল খেলেছেন সানিয়া। একমাত্র ব্যতিক্রম দুবাই ওপেন। এর আগে ১২বার খেলে মাত্র দু’বার সেমিফাইনালে উঠেছিলেন সানিয়া। এবার তো শুরুতেই সব শেষ!
আরও পড়ুন-ফেসবুকেও ব্লু ব্যাজ
জীবনে অজস্র ম্যাচ জিতেছেন। ডাবলস ও মিক্সড ডাবলস মিলিয়ে জিতেছেন ছ’টি গ্র্যান্ড স্ল্যাম খেতাব। তবে সানিয়ার সবথেকে বড় আফসোস ২০১৬ সালে রিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক হাতছাড়া করাটা। কেরিয়ারের শেষ ম্যাচ খেলার আগে দেওয়া সাক্ষাৎকারে সানিয়া বলেছিলেন, ‘‘আমি যা পেয়েছি, তাতেই খুশি। অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করাটা আমার কাছে সবথেকে বড় সম্মান। তবে একটা ভুল যদি শোধরানোর সুযোগ পাই, তাহলে অবশ্যই সেটা হবে রিও অলিম্পিকের ওই ব্রোঞ্জ পদকের ম্যাচটা।’’