ভাষা শহিদ দিবসে সংঘর্ষ বাংলাদেশে

আওয়ামি লিগের নেতারা ও পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। এদিনের ঘটনার জেরে এলাকায় কিছুটা হল আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

Must read

প্রতিবেদন : ভাষা শহিদ দিবসে শহিদ মিনারে ফুল দেওয়া নিয়ে মঙ্গলবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, ঢাকার অদূরে মানিকগঞ্জে ভাষা শহিদদের শ্রদ্ধা জানানোর জন্য শহিদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে শাসক দলের যুব লিগ, স্বেচ্ছাসেবক লিগ ও শ্রমিক লিগের মধ্যেই সংঘর্ষ বাধে। এই ঘটনায় ছয়জন আহত হয়েছেন।

আরও পড়ুন-খতম হিজবুল প্রধান

আওয়ামি লিগের নেতারা ও পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। এদিনের ঘটনার জেরে এলাকায় কিছুটা হল আতঙ্কের পরিবেশ তৈরি হয়। অনেকেই শহিদ মিনারে ফুল না দিয়েও চলে যান। অন্যদিকে ঝিনাইদহের কালীগঞ্জে শহিদ দিবসে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্র লিগের মধ্যেও ঝামেলা বাধে। একে অপরকে লক্ষ্য করে ইট ছুঁড়তে থাকে। এক সময় হঠাৎই বিস্ফোরণের শব্দ হয়। এখানেও বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে আসরে নামে পুলিশ।

Latest article