কেপটাউন, ২২ ফেব্রুয়ারি : আরও একবার ভারতীয় মহিলা ক্রিকেট দলের স্বপ্নপূরণের পথে অস্ট্রেলিয়া-কাঁটা। তিন বছর আগে এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই টি-২০ বিশ্বকাপের ফাইনাল হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল হরমনপ্রীত কৌরদের। এবার সেমিফাইনালেই দেখা হচ্ছে দুই হেভিওয়েট দলের (Australia Women vs India Women)। বৃহস্পতিবার কেপটাউনের নিউল্যান্ডস মাঠে টি-২০ বিশ্বকাপের শেষ চারে মুখোমুখি দুই দল।
মুখোমুখি সাক্ষাতে মেগ ল্যানিংয়ের দল অনেকটাই এগিয়ে। ৩০ বারের সাক্ষাতে অস্ট্রেলিয়া যেখানে ২২টি ম্যাচ জিতেছে, সেখানে ভারতের মেয়েরা জিতেছে মাত্র ৭টি ম্যাচে। একটি ম্যাচে কোনও মীমাংসা হয়নি। এবার গত বিশ্বকাপ ফাইনালে হারের মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ হরমনপ্রীতদের সামনে। অন্যদিকে, অস্ট্রেলীয়রা টি-২০ বিশ্বকাপ জয়ের হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে।
মহারণের ২৪ ঘণ্টা আগে ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার বঙ্গতনয়া রিচা ঘোষ বললেন, ‘‘অস্ট্রেলিয়া শক্তিশালী দল। কিন্তু আমরা ওদের হারাতে পারি। শেষ সিরিজে আমরা ওদের হারিয়েছি।’’ রিচা আরও বলেন, ‘‘আমরা মানসিকভাবে নিজেদের আরও উন্নতি ঘটানোর চেষ্টা করছি। প্রথমে ব্যাট করলে ১৮০ রান করার লক্ষ্য থাকবে আমাদের। ওদের ১৪০-১৫০ রানে আটকে রাখার চেষ্টা করব।’’
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের সাম্প্রতিক রেকর্ডও খারাপ। কমনওয়েলথ গেমসে হারের পর ডিসেম্বরে দেশের মাটিতে টি-২০ সিরিজ ৪-১ হেরেছে ভারত। তবু হরমনপ্রীত, স্মৃতি মান্ধানাদের প্রচণ্ড সমীহ করছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ওপেনার বেথ মুনি বলেছেন, ‘‘আমরা আশা করছি, দু’দলের লড়াই দারুণ উত্তেজক হবে। গত কয়েক বছরে একমাত্র ভারতই আমাদের ধাক্কা দিয়েছে। ওদের দলে রয়েছে বেশ কয়েকজন ম্যাচ উইনার। ভারতীয় দলের একজনকেও আমরা হাল্কাভাবে নিচ্ছি না।’’
টিম কম্বিনেশন নিয়ে একটু চিন্তায় আছে ভারতীয় (Australia Women vs India Women) টিম ম্যানেজমেন্ট। স্মৃতি মান্ধানা, জেমাইমা রডরিগেজ, রিচা ঘোষরা রানের মধ্যে রয়েছেন। বল হাতে ছন্দে রয়েছেন রেণুকা সিং, দীপ্তি শর্মারা। তবে দেবিকা বৈদ্য নাকি রাধা যাদব, বাড়তি স্পিনার-অলরাউন্ডার হিসেবে কাকে খেলানো হবে, তা নিয়েই ধন্দে রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। পাল্লা ভারী যদিও রাধার।
আরও পড়ুন:বেতন অর্ধেক করার সিদ্ধান্ত বদলাতে হবে, উইপ্রো নিয়ে দাবি কর্মী সংগঠনের