অভিষেককে জানাতেই অ্যাডমিট কার্ড

Must read

প্রতিবেদন : সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (MP Abhishek Banerjee) ফোন করার ৪৮ ঘণ্টার মধ্যেই হল সমস্যার সমাধান। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড (Admit Card) হাতে পেয়ে গেল ১৫ বছর বয়সী বাঁকুড়ার ময়না মণ্ডল (Mayna Mondal)। বাঁকিসোল একে ইনস্টিটিউশন থেকে এবছর মাধ্যমিকে বসবে সে। অসুস্থতার কারণে মাধ্যমিক পরীক্ষার ফর্মপূরণ করতে না পারায় যথাসময়ে অ্যাডমিট কার্ড হাতে পায়নি। ময়নার পরিবার মাধ্যমিক শিক্ষা পর্ষদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। অবশেষে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হন। গত শনিবার পূর্ব নবাসন গ্রাম থেকে ‘একডাকে অভিষেক’ কর্মসূচির ফোন নম্বরে যোগাযোগ করেন পরিবারের সদস্যরা৷ আর ফোন করতেই মুশকিল আসান। অ্যাডমিট কার্ড হাতে পেয়ে চিন্তার অবসান হয় সোনামুখীর মণ্ডল পরিবারের। শনিবার ‘একডাকে অভিষেক’-এ সমস্যা নথিভুক্তি করার সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে শিক্ষা দফতরকে বিষয়টি জানানো হয়। শিক্ষা দফতর সোমবারই ওই ছাত্রীকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে বলে। কিছু সমস্যা থাকায় সোমবারের পরিবর্তে বুধবার এসে অ্যাডমিট কার্ড সংগ্রহ করেন তাঁরা। ময়না জানায়, ‘শারীরিক অসুস্থতায় মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারিনি। শনিবার আমার মামা শুকদেব ঘোষ একডাকে অভিষেক-এর ফোন নম্বরে যোগাযোগ করে সমস্যা জানান। তার পরেই সমস্যা মিটল। ধন্যবাদ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (MP Abhishek Banerjee) এবং তাঁর একডাকে অভিষেক কর্মসূচিকে।’ ময়নার বাবাও সাংসদকে ধন্যবাদ জানান মেয়ের অ্যাডমিট কার্ড পেতে সহযোগিতা করার জন্য। বাঁকিসোল একে ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক বলেন, ‘পর্ষদের নিয়ম অনুযায়ী মাধ্যমিকের অ্যাডমিট বিতরণ করি ১৫ তারিখে। কিন্তু ১৭ তারিখে দেখতে পাই এক ছাত্রী ময়না মণ্ডল শারীরিক অসুস্থতার কারণে ফর্ম ফিলআপ না করায় অ্যাডমিট কার্ড হাতে পায়নি। তার পরিবার আমাকে জানায়, মেয়ে এখন সুস্থ আছে, পরীক্ষা দিতে চায়। তখন সমস্ত নথিপত্র চাই এবং যথাস্থানে তা জমা দিই। কিন্তু ময়নার মামা নিজের চেষ্টায় একডাকে অভিষেক কর্মসূচির ফোনে যোগাযোগ করেন। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় ময়না মণ্ডল কাল মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে। এজন্য বিদ্যালয় এবং আমার তরফ থেকে সাংসদকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এর আগেও বহু মানুষকে উনি এভাবে সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতেও করবেন জানি।’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা এলাকা ডায়মন্ড হারবারে প্রথম চালু হয় ‘একডাকে অভিষেক’ কর্মসূচি। পরে অন্যান্য জেলা থেকেও ফোনে সমস্যা জানিয়ে দ্রুত সমাধান পাচ্ছেন মানুষ। সেখানে ফোন করেই মিটল সোনামুখীর ময়না মণ্ডলেরও সমস্যা।

আরও পড়ুন:যৌন হেনস্তায় অভিযুক্ত কং প্রার্থী

Latest article