যৌন হেনস্তায় অভিযুক্ত কং প্রার্থী

Must read

সংবাদদাতা, সাগরদিঘি : সাগরদিঘি উপনির্বাচনের (Sagardighi Bye Election) মুখে এক মহিলাকে যৌন হেনস্তার অভিযোগ উঠল ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসের (Congress Candidate Byron Biswas) বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে হাওড়ার বাসিন্দা এক মহিলা চাকরি দেওয়ার নামে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন। নির্যাতিতা মহিলা সাঁকরাইল থানায় বায়রন বিশ্বাসের (Congress Candidate Byron Biswas) বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। সেই সঙ্গে তাঁর আবেদন, এই রকম একজনকে যেন কোনওভাবেই জনপ্রতিনিধি না করা হয়। তাহলে মহিলাদের সম্মান ও নিরাপত্তা বলে কিছু থাকবে না। বিষয়টি প্রকাশ্যে আসতেই এই অভিযোগ নিয়ে সাগরদিঘি জুড়ে হইচই পড়ে গিয়েছে। অভিযোগকারিণীর বয়ান অনুযায়ী, ফেসবুকে তাঁর সঙ্গে পরিচয় হয় বায়রন বিশ্বাসের। তাঁদের মধ্যে প্রায় বছর দশেকের সম্পর্ক। অভিযোগ, মহিলাকে চাকরি দেওয়ার টোপ দিয়ে কলকাতার একাধিক হোটেলে তাঁকে ডেকে পাঠাতেন বায়রন বিশ্বাস। হোটেলে মহিলাকে যৌন হেনস্তা করেন তিনি। মহিলার আরও অভিযোগ, ওই কংগ্রেস নেতা তাঁকে বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে বিরক্ত করতেন। এমনকী এই বিষয়ে কাউকে কিছু জানালে ওই মহিলার খুব খারাপ পরিণতি হবে বলে হুমকিও দিতেন বায়রন। তিনি গোটা ঘটনার সুবিচার চেয়েছেন। সেই সঙ্গে বায়রন বিশ্বাসের মতো একজনকে যেন একটাও ভোট না দেওয়া হয় তার জন্য আবেদন জানিয়েছেন। যদিও ওই মহিলাকে হেনস্তা ও হুমকি দেওয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছেন কংগ্রেস প্রার্থী। তিনি বলেন, ওই মহিলার সঙ্গে তাঁর কোনও আলাপ পরিচয় নেই। ভিত্তিহীন অভিযোগ আনা হচ্ছে। আর যদি সত্যিই ওই মহিলার সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক থাকে তাহলে এতদিন পর কেন অভিযোগ করছেন তিনি। ওই মহিলার ভিডিও বার্তা ইতিমধ্যে ভাইরাল হয়েছে। জাগোবাংলা অবশ্য তার সত্যতা যাচাই করেনি।

আরও পড়ুন:বনধ নয়, পাহাড়ের নেতাদের ধান্ধাবাজ বললেন দিলীপ

Latest article