বেতন অর্ধেক করার সিদ্ধান্ত বদলাতে হবে, উইপ্রো নিয়ে দাবি কর্মী সংগঠনের

Must read

সংস্থার শিক্ষানবিশ কর্মীদের বেতন কমিয়ে অর্ধেক করতে চায় তথ্যপ্রযুক্তি সংস্থা উইপ্রো (Wipro)। এই সিদ্ধান্তের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানাল তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে যুক্ত সংগঠন নাইটস। আজিম প্রেমজির সংস্থার বেতন কমানোর সিদ্ধান্ত অন্যায্য বলে উল্লেখ করে তা পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে।
কিছুদিন আগেই তথ্যপ্রযুক্তি সংস্থা উইপ্রোর (Wipro) তরফে জানিয়ে দেওয়া হয়, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনা করে শিক্ষানবিশ কর্মীদের বেতন কমিয়ে অর্ধেক করা হবে। কলেজ ক্যাম্পাসিংয়ে উইপ্রোর নিয়োগপত্র পাওয়া যেসব কর্মীর বার্ষিক বেতন বলা হয়েছিল ৬.৫ লক্ষ, তা কমে হবে ৩.৫ লক্ষ। প্রাথমিকভাবে শিক্ষানবিশ কর্মীদের উপরেই কোপ পড়তে চলেছে। বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি এবং সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনার যুক্তি তুলে ধরে এই সিদ্ধান্ত নিয়েছে উইপ্রো। কিন্তু তা মানতে নারাজ কর্মচারী সংগঠন। সিদ্ধান্তে স্বচ্ছতার অভাব রয়েছে বলে মনে করছে তারা।

আরও পড়ুন:রাজধানী পেল প্রথম মহিলা মহানাগরিক

Latest article