রিতিশা সরকার, দার্জিলিং: বন্ধ প্রত্যাহারের পরই মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা হল শান্তিপূর্ণ ভাবে। হামরো পার্টি ও গোর্খা জনমুক্তি মোর্চার পাহাড় বনধ ডাকার ফলে দুশ্চিন্তায় পড়েছিল মাধ্যমিক পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পর ও মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকদের চাপে বনধ প্রত্যাহার হয়।
আরও পড়ুন-২১ বছর পর ধর্ষণ মামলায় জেলে গেলেন বিজেপির প্রাক্তন বিধায়ক
ফলে বৃহস্পতিবার নির্বিঘ্নে নিশ্চিন্তে পরীক্ষা দিল পরীক্ষার্থীরা। এবছর দার্জিলিং জেলাতে মোট পরীক্ষার্থী ২২ হাজার ২৭২ জন। এর মধ্যে পাহাড়ে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৯ হাজার এবং শিলিগুড়িতে পরীক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ২৭২ জন। পাহাড়ের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র গুলির বাইরে পুলিশ মোতায়েন ছিল। পুলিশ কর্মীরা মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে পরীক্ষা কেন্দ্রে ভেতরে ঢুকতে সাহায্য করে। এমনকী পাহাড়ের বিভিন্ন রাস্তায় ট্রাফিক পুলিশ ছিল সচল। সমতল শিলিগুড়িতেও মাধ্যমিক পরীক্ষা প্রথম দিন শান্তিপূর্ণভাবেই হয়েছে। বিভিন্ন পরীক্ষাকেন্দ্রগুলির সামনে তৃণমূল কর্মীরা জলের বোতল ও কলম ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দিয়ে শুভেচ্ছা জানায়।