প্রতিবেদন: ফের কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হলেন রাজ্যের অর্থ দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিভিন্ন প্রকল্পে রাজ্যের পাওনা টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। এই নিয়ে বারবার সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বৃহস্পতিবারও এ নিয়ে কেন্দ্রকে নিশানা করলেন চন্দ্রিমা ভট্টাচার্য।
আরও পড়ুন-আর্থিক সংকট, বেতন-ভাতায় কোপ পাকিস্তানে
তিনি বলেন, এতবার বলা সত্ত্বেও কেন্দ্র একশো দিন-সহ একাধিক প্রকল্পের টাকা দিচ্ছে না। ফলে মার খাচ্ছে রাজ্যের উন্নয়ন। পাওনা আটকে রেখে রাজ্যের বিরুদ্ধে চক্রান্ত করছে কেন্দ্রের বিজেপি সরকার, এমন অভিযোগ করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, জিএসটি-র ক্ষতিপূরণ বাবদ বকেয়া ২,৪০৯ কোটি টাকা এখনও দেয়নি কেন্দ্রীয় সরকার। তা দ্রুত মেটানোর দাবি জানান তিনি। বলেন, ‘এজি’ কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন একটি সংস্থা। অথচ সেই এজি রিপোর্টের দোহাই দিয়ে বাংলার প্রাপ্য টাকা আটকে রাখা হয়েছে। মাত্র ৮৩৪ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা জিএসটি কাউন্সিলের চেয়ারপার্সন নির্মলা সীতারমন। কেন কেন্দ্রীয় এজেন্সির দীর্ঘসূত্রতার জন্য বাংলা ভুগবে, প্রশ্ন তোলেন চন্দ্রিমা।
আরও পড়ুন-কংগ্রেস নিজেদের চরকায় তেল দিক
একশো দিনের কাজ, আবাস যোজনা-সহ একাধিক প্রকল্পে কেন্দ্রের বঞ্চনার কথা বৃহস্পতিবার ফের মনে করিয়ে দেন তিনি। বলেন, কেন্দ্র ভাল পারফরম্যােন্স করলে আমরা খুশি হই। কিন্তু বাংলা ভাল করলে সেটাও তো বলা দরকার। আমাদের দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। পুরস্কৃত হয়েছে কন্যাশ্রী, সবুজসাথী-র মতো রাজ্যের একাধিক প্রকল্প। কিন্তু কেন্দ্রের মুখে কখনও বাংলার প্রশংসা শোনা যায়নি।