সংবাদদাতা, রায়গঞ্জ : রাজ্যের সংখ্যালঘুদের (Minority) পাশে সবসময় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তাঁদের জন্য বিভিন্ন প্রকল্প নিয়ে আসা হয়েছে। এতে করে সমাজের সর্বস্তরে এগিয়ে আসবেন সংখ্যালঘু ভাইবোনেরা।
আরও পড়ুন-সোমবার উপনির্বাচন, সমর্থনের নিরিখে পিছিয়ে বিরোধীরা, প্রচারের শেষ দিনে তৃণমূল-ঝড়
শনিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে সংখ্যালঘু সেলের জেলা সম্মেলনে এসে এমনটাই বলেন তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। বলেন, তৃণমূল কাজ করে চলেছে। অথচ কাজ করতে কেন্দ্রের বাধার সম্মুখীন হতে হচ্ছে। তাই উন্নয়নে বাধা এলে একটাই কথা হবে, ‘বাধা দিলে বাধবে লড়াই, লড়তে হবে।’ বিজেপিকে কটাক্ষ করে বলেন, আইএসএফের মুখোশের পিছনে আছে বিজেপির বি টিম। কলকাতা-সহ বাংলায় দাঙ্গার ষড়যন্ত্র চালাচ্ছে তারা। জয়প্রকাশ ছাড়াও ছিলেন মন্ত্রী গোলাম রাব্বানি, সত্যজিৎ বর্মন, বিধায়ক গৌতম পাল, কৃষ্ণ কল্যাণী, মিনহাজুল আফরিন আজাদও মোশারফ হোসেন, কানাইয়ালাল আগরওয়াল, কবিতা বর্মন প্রমুখ।
আরও পড়ুন-বিজেপিকে তোপ ডেরেকের
জয়প্রকাশের দাবি, সিপিএম চলছে বিজেপির টাকায়। মোদির জমানায় সাধারণ মানুষের পকেট খালি। কেন্দ্রে সরকার নীরব মোদিদের পালানোর সুযোগ করে দেয়। আদানিরা বিজেপি দলকে মোটা টাকা দেয়। সেই সুযোগে বিজেপি-ঘনিষ্ঠ ব্যবসায়ীরা সাধারণ মানুষের টাকা লুট করেছে। বিরোধী দলনেতার সমালোচনা করে জয়প্রকাশ বলেন, বিজেপির পরাজয় মেনে নিতে না পেরে শুভেন্দু অধিকারী বাংলাকে পেটে মারতে চায়।