সকাল ১১টা থেকে জিজ্ঞাসাবাদের পর্ব চলেছে আর তারপরেই অবশেষে CBI-এর হাতে মদ কেলেঙ্কারি মামলায় গ্রেফতার দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia)। আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই মামলায় এক আমলার বয়ান রেকর্ড করেছিল। তিনিই জানান সিসোদিয়ার আবগারি নীতির খসড়া তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
আরও পড়ুন-রিজেন্ট পার্কে বাড়ি থেকে পরিবারের তিনজনের ঝুলন্ত দেহ উদ্ধার
দিল্লির আবগারি নীতি নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। তাতে নাম জড়ায় মণীশ সিসোদিয়ার। এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে পাঠায় সিবিআই। কিন্তু কিছুটা সময় চেয়ে নেন দিল্লির উপমুখ্যমন্ত্রী। সেই মতো রবিবার ফের তাঁকে ফের তলব করা হয়। এর আগে একাধিকবার সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন সিসোদিয়া। তাঁর বাড়িতেও হানা দিয়ে ১৪ ঘণ্টা তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা।
আরও পড়ুন-ড্রাগন-সহ ফল ও সবজির মিশ্রচাষে পথ দেখাচ্ছে কুলতলি
এদিন, জিজ্ঞাসাবাদের আগে গ্রেফতার আশঙ্কা প্রকাশ করেছিলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হল। টানা ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে তাঁকে গ্রেফতার করে সিবিআই। তাদের অভিযোগ, সিসোদিয়ার জবাবে অসঙ্গতি আছে। তাঁরা সিসৌদিয়ার পরিবারের দেখভাল করবেন বলে আশ্বস্ত করেছেন আপ (APP) প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)।