ক্যালিফোর্নিয়া, ৬ মার্চ : টিকা-বিতর্ক পিছু ছাড়ছে না নোভাক জকোভিচের। করোনার টিকা নেননি। তাই এবার আমেরিকার ভিসা পেলেন না বিশ্বের এক নম্বর টেনিস তারকা। ফলে আগামী সপ্তাহে শুরু হতে চলা ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হলেন জকোভিচ। শুধু তাই নয়, ইউএস ওপেনেও তাঁর খেলা অনিশ্চিত।
আরও পড়ুন-জয় বার্সেলোনার, ড্র করল রিয়াল
জকোভিচ যে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন, সেটা জানিয়ে দিয়েছে ইন্ডিয়ান ওয়েলসের আয়োজকরা। জকোভিচ নিজেও এই ঘটনায় প্রচণ্ড হতাশ। আমেরিকার ভিসা না পাওয়ায় তাঁর মিয়ামি ওপেনেও খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে আসরে নেমেছে আমেরিকার টেনিস সংস্থা ও ইউএস ওপেন কর্তৃপক্ষ। তারা চেষ্টা চালাচ্ছে যাতে জকোভিচের ভিসা-জট কেটে যায়।
আরও পড়ুন-উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে শিক্ষক-অশিক্ষক কর্মীদের ছুটি বাতিল সংসদের
ফ্লোরিডার সেনেটর রিক স্কট মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অনুরোধ জানিয়েছেন এই বিষয়ে হস্তক্ষেপ করার জন্য। প্রসঙ্গত, আমেরিকায় বিদেশিদের ঢুকতে হলে করোনার টিকা নিতেই হবে। এই নিয়ম যে খুব দ্রুত উঠবে, তার কোনও আভাস এই মুহূর্তে নেই। এদিকে, অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়ে বছর শুরু করেছেন জকোভিচ। ২২টি গ্র্যান্ড স্ল্যাম জিতে ছুঁয়েছেন রাফায়েল নাদালের রেকর্ড। শেষ পর্যন্ত তিনি যদি ইউএস ওপেনে খেলতে না পারেন, সেটা হবে বড় ধাক্কা।