নয়াদিল্লি, ৭ মার্চ : দোলযাত্রার দিন সুপার কাপের সূচি প্রকাশিত হল। চার বছর পর ফিরছে সুপার কাপ। মরশুমের শেষ প্রতিযোগিতার ড্র ও সূচি বিন্যাসের পর দেখা গেল কঠিন গ্রুপে পড়েছে ইস্টবেঙ্গল। সহজ গ্রুপে মোহনবাগান। এবারের সুপার কাপ অনুষ্ঠিত হবে কেরলে।
আরও পড়ুন-নারী দিবসে মহিলা ফুটবল
আইএসএলের ১১টি দলই খেলবে টুর্নামেন্টে। আই লিগ চ্যাম্পিয়ন রাউন্ড গ্লাস পাঞ্জাব সরাসরি খেলবে সুপার কাপের মূলপর্বে। বাকি ৯ দলকে খেলতে হবে যোগ্যতা অর্জন পর্বে। ৩ এপ্রিল থেকে শুরু যোগ্যতা অর্জন পর্বের খেলা। ৮ এপ্রিল থেকে শুরু মূলপর্ব। ২৫ এপ্রিল ফাইনাল।
‘বি’ গ্রুপে ইস্টবেঙ্গলের সঙ্গে রয়েছে এবারের আইএসএলে দ্বিতীয় স্থানে থেকে সেমিফাইনালে ওঠা হায়দরাবাদ এফসি এবং এবারই প্রথমবার প্লে-অফে খেলা ওড়িশা এফসি। এছাড়া আই লিগের একটি দল থাকছে ইস্টবেঙ্গলের গ্রুপে। আই লিগের চতুর্থ বনাম সপ্তম স্থানাধিকারী দলের মধ্যে ম্যাচের বিজয়ী খেলবে এই গ্রুপে। ৯ এপ্রিল ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ ওড়িশার বিরুদ্ধে। ১৩ তারিখ লাল-হলুদের প্রতিপক্ষ হায়দরাবাদ। ১৭ এপ্রিল যোগ্যতা অর্জনকারী আই লিগের দলের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল। অপেক্ষাকৃত সহজ গ্রুপে মোহনবাগান। এবারের আইএসএলে প্রথম ছয়ে থেকে প্লে-অফে উঠতে ব্যর্থ এফসি গোয়া এবং জামশেদপুর এফসি রয়েছে ‘সি’ গ্রুপে মোহনবাগানের সঙ্গে। এছাড়া আই লিগের তৃতীয় বনাম অষ্টম স্থানাধিকারী দলের মধ্যে ম্যাচের বিজয়ী থাকছে সবুজ-মেরুনের গ্রুপে।
আরও পড়ুন-প্রয়াত বাবা, অন্তর্বর্তী জামিন পেলেন সুশীল
১০ এপ্রিল যোগ্যতা অর্জনকারী আই লিগের দলের বিরুদ্ধে প্রথম ম্যাচ হুগো বুমোসদের। ১৪ এপ্রিল জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ম্যাচ মোহনবাগানের। ১৮ এপ্রিল এফসি গোয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ জুয়ান ফেরান্দোর দলের। দু’টি দলের থেকেই শক্তির বিচারে অনেক এগিয়ে মোহনবাগান। ‘ডি’ গ্রুপে লিগ-শিল্ড জয়ী মুম্বই সিটি এফসি-র সঙ্গে রয়েছে চেন্নাইয়িন এফসি, নর্থইস্ট ইউনাইটেড এবং আই লিগের যোগ্যতা অর্জনকারী দল। ‘এ’ গ্রুপে রয়েছে বেঙ্গালুরু এফসি, কেরালা ব্লাস্টার্স, আই লিগ চ্যাম্পিয়ন রাউন্ডগ্লাস পাঞ্জাব এবং যোগ্যতা অর্জনকারী দল। ইস্টবেঙ্গল সব ম্যাচ খেলবে মঞ্জেরিতে। মোহনবাগান খেলবে কোঝিকোড়ে।