সংবাদদাতা, রায়গঞ্জ : পঠন-পাঠন এবং গবেষণায় সেরা হবে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়ে এমনটাই বললেন অধ্যাপক জ্যোৎস্না কুমার মণ্ডল। বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপাচার্য সঞ্চারী রায় মুখোপাধ্যায় জ্যোৎস্না কুমার মণ্ডলের হাতে দায়িত্বভার তুলে দেন।
আরও পড়ুন-উন্নত পরিষেবার লক্ষ্যে নয়া পঞ্চায়েত ভবন
এদিন সঞ্চারী রায় মুখোপাধ্যায় বলেন, প্রায় দেড় বছর সময়কাল ধরে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অতিরিক্ত দায়িত্ব নিয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্বভার পালন করেছি। এবারে নতুন দায়িত্বভার গ্রহণ করছেন জোৎস্না কুমার মণ্ডল। অন্যদিকে দায়িত্ব পেয়ে জ্যোৎস্না কুমার মণ্ডল বলেন, আগামী দিনে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় যাতে পড়াশুনো ও গবেষণার ক্ষেত্রে আরও উন্নতস্তরে পৌঁছতে পারে সেই চেষ্টা সব সময় করব। কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক জ্যোৎস্না কুমার মণ্ডল পশ্চিম মেদিনীপুরের গড়বেতা এলাকার বাসিন্দা।