প্রতিবেদন : একশো দিনের কাজের জব কার্ডের সঙ্গে আধার কার্ড (Job Card- Aadhaar Card) সংযোগের কাজে এরাজ্য বিজেপি শাসিত গুজরাত, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের তুলনায় অনেক এগিয়ে আছে। তা সত্ত্বেও রাজনৈতিক কারণে ওই প্রকল্পের কেন্দ্রীয় বরাদ্দ আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার।
পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার শুক্রবার রাজ্য বিধানসভায় এই বঞ্চনার কথা তুলে ধরেন। দফতরের বাজেট প্রস্তাবের ওপর আলোচনার শেষে জবাবি ভাষণে পঞ্চায়েতমন্ত্রী বলেন, বেঁধে দেওয়া সব শর্ত মেনে নিয়েই রাজ্য সরকার কেন্দ্রীয় প্রকল্পগুলি রূপায়ণ করছে। একশো দিনের কাজের জব কার্ডের সঙ্গে আধার কার্ড (Job Card- Aadhaar Card) সংযোগ বাধ্যতামূলক করার শর্ত দেওয়ার পর রাজ্য সরকার গত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ৯৫ শতাংশ উপভোক্তার আধার সংযোগের কাজ শেষ করেছে। বর্তমানে ৫ শতাংশের কিছু বেশি মানুষের আধার যোগের কাজ বাকি আছে। সেকাজ দ্রুত শেষ করা হবে। প্রদীপবাবু বলেন, গুজরাতে ৪৭ শতাংশের বেশি, মহারাষ্ট্রে প্রায় ৬৭ শতাংশ, উত্তরপ্রদেশে প্রায় ১ কোটি উপভোক্তার আধার সংযোগ বাকি রয়েছে। অথচ ওই সব রাজ্য কেন্দ্রের কাছ থেকে একশো দিনের কাজের বরাদ্দ নিয়মিত পাচ্ছে। অথচ এ রাজ্যকে বঞ্চিত করা হচ্ছে। পঞ্চায়েতমন্ত্রী বলেন, শুধু শ্রমদিবস সৃষ্টি নয়, উৎকর্ষ এবং মানুষের জীবনের সার্বিক মানোন্নয়নের নিরিখে রাজ্য একশো দিনের কাজে ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত দেশের মধ্যে সেরা রাজ্য হিসাবে পুরস্কৃত হয়েছে। এর আগে বাজেট বিতর্কে অংশ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন রাজ্যে এপর্যন্ত একশো দিনের কাজের ৭০ লক্ষ উপভোক্তার আধার সংযোগ হয়নি। রাজ্যে ১ কোটি ১৮ লক্ষ্যের বেশি ভুয়ো জব কার্ড রয়েছে বলেও তিনি অভিযোগ করেন। এর জবাবে পঞ্চায়েতমন্ত্রী ওই পাল্টা পরিসংখ্যান পেশ করেন।
আরও পড়ুন: ট্রেন বাতিলে দুর্ভোগ যাত্রীদের