আন্দোলনের নামে শহরে বিশৃঙ্খলা বাম ছাত্রদের

Must read

প্রতিবেদন : সংগঠন নেই, লোকজন নেই। ব্যর্থতা ঢাকতে বিধানসভা অভিযানের নামে শহরের একাধিক জায়গায় বিশৃঙ্খলা তৈরি করল বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই (SFI- TMCP)। লোকজন জোটাতে না পেরে এদিন নাটক করল তারা। এই ভাষাতেই শুক্রবারের এসএফআইয়ের বিধানসভা অভিযান কর্মসূচিকে কটাক্ষ করলেন তৃণমূল ছাত্র পরিষদের (SFI- TMCP) রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। শিয়ালদহ, হাওড়া স্টেশনেও মিছিলের নামে অরাজকতা তৈরি করল এসএফআই। মিছিলের অনুমতি না থাকায় এদিন বেশ কয়েকজন এসএফআই সমর্থককে পাকড়াও করে পুলিশ। মাধ্যমিক শেষ হলেও চলছে সিবিএসই ও আইসিএসই দশমের পরীক্ষা। তাই খুব স্বাভাবিকভাবেই বামপন্থী ছাত্রদের শুক্রবার শহরে মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। কিন্তু পুলিশের অনুমতি না নিয়ে বিধানসভা অভিযানের নামে শুক্রবার সকাল থেকে শহরের একাংশে বিশৃঙ্খলা চালাল বামপন্থী ছাত্ররা। পুলিশের নিরাপত্তা বলয় টপকে কয়েকজন বিধানসভার গেট পর্যন্ত পৌঁছে যান। সেখানে বন্ধ গেটের ওপর উঠে পড়েন কিছু এসএফআই সমর্থক।

আরও পড়ুন: বিজেপি শাসিত রাজ্যকে হারাল বাংলা

Latest article