ভাঙল ভুল, বিরোধীদের চক্রান্ত নস্যাৎ করে ফিরলেন তৃণমূল কর্মীরা

Must read

সংবাদদাতা, বারাসত : তৃণমূল (TMC) পরিবারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্নেহের বাঁধন যে অটুট তা আবার প্রমাণিত হল। বিরোধীদের সব ধরনের চক্রান্তকে ধুলোয় মিশিয়ে দিয়ে নিজেদের পরিবারে ফিরে এলেন বিরোধীদের চক্রান্তে ভুল বুঝে কিছুদিন আগে দল ছেড়ে যাওয়া ২৪ জন নেতা-কর্মী। এঁদের মধ্যে ২৩ জন পঞ্চায়েত সদস্য ও একজন পঞ্চায়েত সমিতির সদস্য। সম্প্রতি বারাসত ১ নম্বর ব্লকের অন্তর্গত কদম্বগাছি পঞ্চায়েতের সদস্যদের সিপিএম, আইএসএফ ও বিজেপি ভয় দেখিয়ে আর ভুল বুঝিয়ে পদত্যাগ করতে বাধ্য করে। বিরোধীদের চক্রান্তে ২৪ জন তৃণমূল (TMC) কর্মী দল ছেড়ে যান।
কিন্তু শেষ পর্যন্ত বিরোধীদের এই ঘৃণ্য চক্রান্তের বিষয়টি বুঝতে পারেন তাঁরা সকলেই। ফলে অচিরেই বারাসত সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তথা বারাসতের সাংসদ ডাঃ কাকলি ঘোষদস্তিদারের হাত ধরে ফের দলে ফিরে এলেন এঁরা প্রত্যেকেই। শুক্রবার বিকেলে মধ্যমগ্রামের তৃণমূলের দলীয় কার্যালয়ে এসে তাঁরা আবার তৃণমূলে যোগ দিলেন। শুক্রবারের আলোচনাসভায় সাংসদ কাকলি ঘোষদস্তিদার ছাড়াও উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, মধ্যমগ্রামের পুরপ্রধান নিমাই ঘোষ, বারাসতের পুরপ্রধান অশনি মুখোপাধ্যায় ছাড়াও দলের অন্য নেতা-কর্মীরা।
সাংসদ বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সৈনিকদের কোনওভাবেই আলাদা করা যাবে না। ভুল বুঝিয়ে কিছুদিনের জন্য দল থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা হলেও কখনওই তা চিরস্থায়ী হয় না। মমতাময়ী নেত্রীর টানে এবং উন্নয়নের জোয়ারে এসে ফের আগের মতোই মিলে যান সবাই।” শুক্রবার পঞ্চায়েত নেতাদের এই ভুল ভাঙায় খুশি দলের সর্বস্তরের নেতা-কর্মীরা।

আরও পড়ুন: আন্দোলনের নামে শহরে বিশৃঙ্খলা বাম ছাত্রদের

Latest article