ট্রেন বাতিলে দুর্ভোগ যাত্রীদের

Must read

প্রতিবেদন : শিয়ালদহ (Sealdah) ডিভিশনে একাধিক ট্রেন বাতিল। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, শুক্রবার শিয়ালদহে (Sealdah) ২১টি আপ এবং ২১টি ডাউন লোকাল বাতিল থাকবে। বাতিল করা হয়েছে ৪টি দূরপাল্লার ট্রেনও। তাছাড়া ৬টি দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। বাতিল আপ ট্রেনগুলো হল-২টি ব্যান্ডেল, ৬টি কল্যাণী সীমান্ত, ২টি কৃষ্ণনগর, ৬টি নৈহাটি এবং ১টি রানাঘাট, ১টি কাটোয়া এবং ১টি বর্ধমান লোকাল বাতিল ডাউন ট্রেনগুলো হল- বেশকিছু নৈহাটি, শান্তিপুর, কৃষ্ণনগর, কল্যাণী সীমান্ত, বর্ধমান এবং ব্যান্ডেল লোকাল। এছাড়াও আপ এবং ডাউন আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস। যেসব ট্রেনগুলির যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে, সেগুলি হল- আপ শিয়ালদহ-বালিয়া এক্সপ্রেস, আপ কলকাতা-গোরখপুর এক্সপ্রেস, আপ গঙ্গাসাগর এক্সপ্রেস, আপ কলকাতা যোগবাণী এক্সপ্রেস, আপ গৌড় এক্সপ্রেস। ডাউন গোড্ড-শিয়ালদহ মেমু প্যাসেঞ্জারেরও যাত্রাপথ পরিবর্তন হয়েছে। উপরোক্ত ট্রেনগুলি শুক্রবার নির্ধারিত যাত্রাপথে না গিয়ে দমদম-দক্ষিণেশ্বর-ডানকুনি হয়ে গন্তব্যে পৌঁছবে।

আরও পড়ুন: বনধ সমর্থন করে না বাংলা: অভিষেক বন্দ্যোপাধ্যায়

Latest article