ইডি জোর করে আমার বয়ান নিয়েছে : পিল্লাই

বক্তব্য প্রত্যাহার চেয়ে কোর্টে আবেদন

Must read

প্রতিবেদন : দিল্লির আবগারি দুর্নীতির তদন্তে নয়া মোড়। এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) বিরুদ্ধে জোর করে বয়ান লেখানোর অভিযোগ তুললেন হেফাজতে থাকা অন্যতম এক অভিযুক্ত। এই বিষয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।
প্রথম থেকেই কেন্দ্রীয় এজেন্সিগুলির তদন্তের অভিমুখ নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। এবার দিল্লির আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত অরুণ পিল্লাই (Arun Pillai) ইডির কাছে যে বক্তব্য পেশ করেছিলেন তা প্রত্যাহারের জন্য দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে আবেদন করলেন।
আদালতে করা আবেদনে পিল্লাই অভিযোগ করেছেন, তাঁকে জোর করে বয়ান আদায় করেছিল ইডি। সেই কারণে তিনি ওই বক্তব্য প্রত্যাহার করতে চান। ওই আবেদনের প্রেক্ষিতে ইডিকে নোটিশ জারি করেছে আদালত। সোমবার এই আবেদনের শুনানি হবে।

আরও পড়ুন: চড়িয়াল সেতু উদ্বোধনে অভিষেক জানালেন, ৬ মাসের মধ্যেই ব্রিজের বাকি কাজ শেষ হবে

দিল্লি আবগারি দুর্নীতি মামলায় অবৈধ আর্থিক লেনদেনের তদন্তের জন্য ৭ মার্চ অরুণ রামচন্দ্রন পিল্লাইকে গ্রেফতার করেছিল ইডি। হায়দরাবাদের এই ব্যবসায়ী দিল্লিতে আম আদমি পার্টিকে (আপ) ১০০ কোটি টাকা ঘুষ দেওয়ার জন্য সাউথ গ্রুপের সাথে যুক্ত হয়েছিলেন বলে অভিযোগ ওঠে। এরপরই পিল্লাইকে (Arun Pillai) গ্রেফতার করেছিল ইডি। মঙ্গলবার পিল্লাইকে বিশেষ আদালতে তোলা হলে আদালত তাঁকে ১৩ মার্চ পর্যন্ত ইডির হেফাজতে পাঠায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, মদ ব্যবসায়ী ও কিছু ডিলারকে অনৈতিক সুবিধা পাইয়ে দিতেই দিল্লির আপ সরকার আবগারি নীতি বদল করে। এই কাজের জন্য বিপুল পরিমাণ টাকার লেনদেন হয়েছিল। যদিও আপ সরকার দৃঢ়ভাবে এই অভিযোগ অস্বীকার করেছে। পরে এই নীতি বাতিলও করা হয়। তবে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিষয়টি খতিয়ে দেখার জন্য সিবিআই তদন্তের সুপারিশ করেন। যার পরে ইডি পিএমএলএ-এর অধীনে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে। ইতিমধ্যেই এই মামলায় প্রথমে সিবিআই ও পরে ইডির হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। এই মামলার সূত্রে এজেন্সি তলব করেছে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কবিতাকেও।

Latest article