দুবাই, ১০ মার্চ : প্রবল প্রত্যাশা ও কঠোর সমালোচনা কীভাবে সামলাতে হয় তা অভিজ্ঞতা থেকে শিখছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইগা সুইয়াটেক (Iga swiatek)। দোহায় দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারের পরে তাঁকে নিয়ে প্রবল সমালোচনা হয়েছিল। তাতে রীতিমতো অবাক এই তারকা। ওই প্রসঙ্গে সুইয়াটেক (Iga swiatek) বলেন, ‘‘আমি ওই ফাইনালে হেরে গিয়েছিলাম। লোকে খুশি ছিল না আমার পারফরম্যান্সে। তারা আমাকে নিয়ে নানা সমালোচনা করেছিল। তার আগে প্রতিটি প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম। ভাল পারফরম্যান্স করেছিলাম। তারপরেও কেন আমাকে নিয়ে এমন সমালোচনা হচ্ছে, তা নিয়ে অনেক ভেবেছিলাম।’’ তবে ওই সমালোচনাতে লাভই হয়েছে বলে মনে করছেন বিশ্বের এক নম্বর তারকা। তিনি বলেন, ‘‘সমালোচনাগুলো না পড়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপে খারাপ খেলিনি। পারফরম্যান্স ভালই করেছিলাম। প্রবল চাপ ও প্রত্যাশা—দুটোই সমলানোর চেষ্টা করছি। এগুলো সামলে ভাল পারফরম্যান্স করব বলেই আশাবাদী।’’
আরও পড়ুন: আজ শুরু সেমিফাইনালের প্রস্তুতি