আজ শুরু সেমিফাইনালের প্রস্তুতি

ক্লান্তিই চিন্তায় রাখছে জুয়ানকে

Must read

প্রতিবেদন : হায়দরাবাদ এফসি-কে তাদের মাঠে রুখে দিয়ে সোমবার যুবভারতীতে সমর্থকদের সামনে সুবিধাজনক জায়গায় থেকে সেমিফাইনালের ফিরতি পর্বের ম্যাচ খেলতে নামছে মোহনবাগান (ATK Mohun Bagan)। কিন্তু ঘরের মাঠে বার্থলোমিউ ওগবেচেদের বিরুদ্ধে নামার আগে প্রস্তুতির জন্য তাদের হাতে রয়েছে মাত্র দু’দিন।
এই দু’দিনে দলকে আরও একটা কঠিন পরীক্ষার জন্য কতটা প্রস্তুত করতে পারবেন তিনি, তা নিয়ে চিন্তায় রয়েছেন সবুজ-মেরুনের (ATK Mohun Bagan) স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো। পাশাপাশি, ফুটবলারদের ক্লান্তি নিয়েও চিন্তিত তিনি।
ঘরের মাঠে হায়দরাবাদকে হারিয়ে গোয়ায় আইএসএল ফাইনাল খেলার টিকিট পেতে সমর্থকদের দিকে তাকিয়ে আছেন জুয়ান। বলেছেন, ‘‘আট-নয় দিনের মধ্যে তিনটি ম্যাচ খেলতে হচ্ছে আমাদের। খেলোয়াড়দের নতুন করে চাঙ্গা করে তোলাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সামনে আশা করি, ছেলেরা উজ্জীবিত ফুটবল খেলবে। তবে নিজেদের কৌশল অনুযায়ী খেলতে হবে আমাদের।’’
বৃহস্পতিবার হায়দরাবাদের বিরুদ্ধে সহজতম সুযোগ পেয়েছিল মোহনবাগানই। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি প্রীতম কোটাল, মনবীর সিংরা। আশিক কুরুনিয়নকে খেলানোর চেষ্টা চললেও এই ম্যাচেও সম্ভবত তাঁকে পাবে না দল। মুম্বই থেকে এখনও ফেরেননি আশিক। হুগো বুমোস বৃহস্পতিবার পুরো ম্যাচ খেলতে পারেননি। তাঁরও ফিটনেস সমস্যা রয়েছে। তবে গ্লেন মার্টিন্স সম্ভবত ফিরছেন। কিয়ান নাসিরি অসুস্থবোধ করায় হায়দরাবাদের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে খেলেননি। তবে তাঁকে নিয়ে কোনও সমস্যা নেই। শনি ও রবিবার যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে প্রস্তুতি সারবে মোহনবাগান।
সোমবার ম্যাচ। জুয়ান বললেন, ‘‘সেরা দলই মাঠে নামানোর চেষ্টা করব। তবে বুমোসদের তিনদিনের মধ্যে সুস্থ
ও তরতাজা করে তোলা মোটেই সহজ কাজ নয়।’’

আরও পড়ুন: সুখজিতের জোড়া গোল, জার্মানিকে হারাল ভারত

Latest article