টানা তিনবার চিনের প্রেসিডেন্ট

রেকর্ড শি জিনপিংয়ের

Must read

প্রতিবেদন : তৃতীয়বারের জন্য চিনের প্রেসিডেন্ট (President of China) নির্বাচিত হলেন শি জিনপিং (Xi Jinping)। ন্যাশনাল পিপলস কংগ্রেসের চলতি বার্ষিক অধিবেশনে শুক্রবার আগামী পাঁচ বছরের জন্য জিনপিংকেই প্রেসিডেন্ট হিসাবে বেছে নেওয়া হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। একই সঙ্গে লাল ফৌজের শীর্ষ পদেও আসীন হয়েছেন জিনপিং (Xi Jinping)। সে দেশের শাসক দল কমিউনিস্ট পার্টি শুক্রবার এই খবর দিয়েছে।
পার্লামেন্টে প্রায় তিন হাজার সদস্যের সহমতেই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জিনপিং। সহকারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ঝাও লেঝি। পার্লামেন্টের প্রধান হয়েছেন হান জেং। চিনা কমিউনিস্ট দলের প্রতিষ্ঠাতা মাও যে দংয়ের পর একমাত্র জিনপিং এই কৃতিত্বের অধিকারী হলেন।

আরও পড়ুন: নয়া ভাইরাস সংক্রমণ, ভারতে মৃত ২

২০২২ সালের অক্টোবরে তৃতীয়বারের জন্য চিনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হয়েছিলেন জিনপিং। দলে নিজের অবস্থান মজবুত করার পাশাপাশি কমিউনিস্ট পার্টির ২০তম জাতীয় কংগ্রেসে নিজের ঘনিষ্ঠ নেতাদেরও দলের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে বসাতে সক্ষম হয়েছিলেন তিনি। ন্যাশনাল পিপলস কংগ্রেসের চলতি বার্ষিক অধিবেশনে চিনের নতুন প্রধানমন্ত্রী হিসাবে জিনপিংয়ের ঘনিষ্ঠ অনুগামী লি কুয়াংকে বেছে নেওয়া হতে পারে বলে খবর। ২০১৩ সাল থেকে সেদেশের প্রধানমন্ত্রী পদে রয়েছেন লি কেকিয়াং।
আমেরিকার-সহ পশ্চিমি দেশগুলির আশঙ্কা, এই নিরঙ্কুশ ক্ষমতা জিনপিংকে আন্তর্জাতিক ক্ষেত্রেও আরও বেপরোয়া করে তুলবে। তাঁর ক্ষমতা যত বাড়বে, আন্তর্জাতিক রাজনীতিতে চিনের শক্তিও তত বাড়বে। ইতিমধ্যেই জিনপিং জানিয়ে দিয়েছেন, দেশের কূটনীতি ও রণনীতিকে আরও আগ্রাসী করতে তিনি সব ধরনের ব্যবস্থা নেবেন। এর ফলে আগামী দিনে চিনের সঙ্গে বাকি বিশ্বের সংঘাত নতুন মাত্রা পেতে পারে বলে আশঙ্কা। নতুন প্রেসিডেন্টের আমলে ভারতের সঙ্গে সীমান্তে লাল ফৌজ কী অবস্থান নেয় তা নিয়ে কূটনৈতিক মহলে কৌতুহল রয়েছে।

Latest article