মুর্শিদাবাদে বিড়ি শ্রমিকদের শীঘ্রই বাড়বে পারিশ্রমিক

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : মুর্শিদাবাদের বিড়ি শ্রমিকদের (Beedi workers) মজুরি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার সাগরদিঘিতে নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে তিনি বিড়ি শ্রমিকদের (Beedi workers) মজুরি বাড়ানোর কথা বলেন। সেই জনসভা থেকে জাকির হোসেন ও খলিলুর রহমানের দৃষ্টি আকর্ষণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এখানে অনেক বিড়ি শ্রমিক থাকেন, যারা বিড়ি বাঁধার কাজ করেন। ৯০০ বিড়ি বাঁধলে ১৬৫ টাকা, আর এক হাজার বিড়ি বাঁধলে ১৭৮ টাকা। আমি অনুরোধ করব, এটা কীভাবে বাড়ানো যায় বিষয়টি অগ্রাধিকার দিয়ে দেখতে হবে। অনেক মহিলা কাজ করেন। নির্বাচনের পরে ১৭৮ টাকাটা যাতে ২৩০ থেকে ২৪০ টাকা করা যায় সেটা যত দ্রুত সম্ভব আপনারা করবেন। শুক্রবার সামশেরগঞ্জের কাঁকুরিয়া ফুটবল ময়দানে এই শ্রমিক সমাবেশে ছিলেন তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মুর্শিদাবাদ-বহরমপুর জোনের তৃণমূল কংগ্রেসের সভাপতি সাওনি সিংহ রায়, জঙ্গিপুর সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির সভাপতি তথা বিধায়ক আমিরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে কর্মী-সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়। সমাবেশ থেকে বিড়ির মজুরি হাজার প্রতি ২৪০ টাকা করার দাবি ওঠে এবং সেই মজুরি খুব দ্রুত কার্যকর করা হবে বলেও আশা ব্যক্ত করেন তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: ভুলে গেলেন কমরেড নিজেদের কীর্তিকলাপগুলো !

Latest article