প্রতিবেদন : আইপিএলের আর দু’সপ্তাহ বাকি। এরই মধ্যে কেকেআরের চিন্তা বাড়ালেন শ্রেয়স আইয়ার। চতুর্থ টেস্টের মধ্যেই লোয়ার ব্যাক সমস্যায় পড়েছেন তিনি। স্ক্যান করানো হয়েছে শ্রেয়সের। বিসিসিআই কোনও বার্তা না দিলেও অধিনায়ক রোহিত শর্মা সোমবার বলে গেলেন, ‘‘শ্রেয়সের ব্যাপারটা দুর্ভাগ্যজনকই বলব। খুব খারাপ লাগছে। জানি না স্ক্যান রিপোর্টে কী আছে। তবে এটুকু জানি, ও ভাল নেই।”
আরও পড়ুন-কাউকে প্রমাণ করার নেই: বিরাট
২০২১-এ কাঁধে চোট পেয়েছিলেন শ্রেয়স। সেবার তিনি আইপিএলে খেলতে পারেননি। পরে অস্ত্রোপচার হয় তাঁর। পিঠের চোটের জন্যই নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন শ্রেয়স। নাগপুর টেস্টেও দলে রাখা হয়নি। ফের চোট লাগায় শ্রেয়সের আইপিএলে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। টুর্নামেন্ট শুরু হবে ৩১ মার্চ। রোহিতকে এদিন প্রশ্ন করা হয়, শ্রেয়স কি আইপিএলে খেলতে পারবেন?
আরও পড়ুন-মোবাইল ধরবে যন্ত্র
জবাবে তিনি বলেন, ‘‘জানি না মাঠে ফিরতে কতদিন সময় লাগবে ওর। চোট পাওয়ার পর ওকে দেখে ভাল লাগছিল না। আশা করি দ্রুত মাঠে ফিরবে ও।” শ্রেয়স চোট পাওয়ার পরই কেকেআর শিবিরে পরবর্তী ভাবনা শুরু হয়ে গিয়েছে। তিনি খেলতে না পারলে কে দলকে নেতৃত্ব দেবেন? অনেকগুলি নাম ফ্র্যাঞ্চাইজি কর্তাদের মাথায় রয়েছে। তবে আপাতত তাঁরা অপেক্ষা করতে চান। দেখতে চান শ্রেয়সের চোট কতটা গুরুতর। এদিকে, চোটের জন্য বুমরা, পন্থ, রিচার্ডসন, বেয়ারস্টো সহ অনেকেই এবারের আইপিএলে খেলতে পারবেন না। অনিশ্চিত ওয়ার্নারও।