টেস্ট ফাইনালে চোখ দ্রাবিড়ের

ঘরের মাঠে আরও একটা টেস্ট সিরিজ জয়।

Must read

আমেদাবাদ, ১৩ মার্চ : ঘরের মাঠে আরও একটা টেস্ট সিরিজ জয়। বাড়তি পাওনা টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের টিকিট। এই নিয়ে টানা দ্বিতীয়বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত। রাহুল দ্রাবিড় বলছেন, ‘‘আজ লাঞ্চের সময় জানতে পারি আমরা যোগ্যতা অর্জন করেছি। ওখানের লড়াইটা আরও কঠিন। কারণ আইপিএল ফাইনালের এক সপ্তাহ পরই টেস্ট ফাইনাল খেলতে হবে। এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।’’

আরও পড়ুন-নাইটদের চিন্তা বাড়ালেন শ্রেয়স

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় নিয়ে দ্রাবিড়ের বক্তব্য, ‘‘গোটা সিরিজ জুড়েই কঠিন প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। এমন বেশ কিছু মুহূর্ত এসেছে, যখন প্রতিপক্ষ দল আমাদের চাপে ফেলে দিয়েছিল। কিন্তু ছেলেরা দারুণভাবে সেই চাপের মোকাবিলা করেছে। যখনই প্রয়োজন, কেউ না কেউ ঠিক দায়িত্ব নিয়ে পারফর্ম করে দিয়েছে। যেমন প্রথম টেস্টে রোহিতের অধিনায়কোচিত সেঞ্চুরি। এখানে বিরাটের দুর্দান্ত ১৮৬ রানের ইনিংস।’’ দ্রাবিড় আরও যোগ করেছেন, ‘‘কাকে ছেড়ে কার নাম করব? অশ্বিন, জাদেজা, শুভমন, অক্ষর প্রত্যেকেই দলের সাফল্যে অবদান রেখেছে। দেওয়ালে পিঠ ঠেকলেই, ছেলেরা প্রত্যাঘাত করেছে। দলের কোচ হিসেবে এটাই আমাকে সবথেকে বেশি তৃপ্তি দিচ্ছে।’’

আরও পড়ুন-কাউকে প্রমাণ করার নেই: বিরাট

এদিকে, যুগ্মভাবে সিরিজের সেরা হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (২৫ উইকেট) ও রবীন্দ্র জাদেজা (২২ উইকেট ও ১৩৫ রান)। অশ্বিনের বক্তব্য, ‘‘জাড্ডু ও আমি একে অন্যের পরিপূরক। বোলিং করার সময় ওর কাছ থেকে প্রচুর সাহায্য পেয়েছি। দিল্লি টেস্টে তো জাড্ডু অসাধারণ বোলিং করেছে।’’ জাদেজা বলছেন, ‘‘পিচ নিয়ে আমাদের মধ্যে সারাক্ষণ আলোচনা হয়। কীভাবে ফিল্ডিং সাজানো হবে, বিপক্ষের কোন ব্যাটারের কী দুর্বলতা, সেটাও আমরা নিজেদের মধ্যে আলোচনা করে থাকি। তবে এই সিরিজে নিজের ব্যাটিং নিয়ে আমি সন্তুষ্ট নই।’’

Latest article