অসীম চট্টোপাধ্যায়, আসানসোল: রিফ্র্যাক্টরি শিল্প নিয়ে একটি ক্লাস্টার তৈরি করা হল পশ্চিম বর্ধমানের সালানপুরে। সালানপুরের এথোড়া-আঙারিয়া গ্রামে এই ক্লাস্টারটির উদ্বোধন করেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। বিভিন্ন ইস্পাত নির্ভর শিল্পে বয়লার ও ফানেস তৈরির জন্য ফায়ার ব্রিকস ও রিফ্র্যাক্টরির প্রয়োজন হয়। মূলত পশ্চিম বর্ধমানের সালানপুর ও কুলটি ব্লক ছাড়াও ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় এই ধরনের শিল্প রয়েছে বেশ কয়েকটি।
আরও পড়ুন-ওএমআর দুর্নীতি, নাম জড়াল এবার সিপিএম নেতার ছেলের
বীরভূম জেলার প্যাটেলনগর ও পশ্চিম বর্ধমান জেলার কুলটি-সালানপুর এলাকাতেই রয়েছে ফায়ার ব্রিকস তৈরির উপযোগী এক ধরনের বিশেষ মাটি, যাকে পরিভাষায় বলা হয় ফায়ার ক্লে। এই জমিতে একদিকে যেমন চাষের কাজও হয়, পাশাপাশি জমি থেকে এই মাটি তুলেই পাঠানো হয় বিভিন্ন ফায়ার ব্রিকস ও রিফ্র্যাক্ট্রি কারখানাগুলিতে । হাতের কাছে কাঁচামাল পাওয়ার সুবিধা থাকায় এই এলাকাতেই তৈরি হয়েছে সেরামিক, ফায়ার ব্রিকস ও রিফ্র্যাক্টরির অসংখ্য কারখানা। দুর্গাপুর ইস্পাত, অ্যালয় স্টিল প্ল্যান্ট, ইসকো ইত্যাদি সেল অধীনস্থ বৃহৎ লৌহ-ইস্পাত কারখানায় সারাবছর ধরেই থাকে এই ফায়ার ব্রিকস ও রিফ্র্যাক্টরির বিপুল চাহিদা।
আরও পড়ুন-আলুর সহায়কমূল্য ঘোষণায় বাড়ল দাম, যোগী রাজ্যেই কালোবাজারি
এছাড়াও পশ্চিম বর্ধমান ও পুরুলিয়া জেলায় গড়ে ওঠা ইন্ডাকশন ফার্নেস, স্পঞ্জ আয়রন, ফেরো অ্যালয় কারখানাগুলিতেও বিপুল হারে চাহিদা থাকে এই ধরনের উচ্চ তাপ-সহনশীল ইটের। রিফ্র্যাক্টরি ক্লাস্টার-এর শুভ উদ্বোধন করে মন্ত্রী মলয় ঘটক বলেন, পাঁচ বছর আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্লাস্টার তৈরির নির্দেশ দিয়ে গিয়েছিলেন। কিন্তু বিভিন্ন সমস্যার কারণে এতদিন তা বাস্তবায়িত হয়নি। ক্লাস্টার তৈরি হওয়ায় নিশ্চিতভাবেই এই ধরনের শিল্প স্থাপনে আগ্রহ প্রকাশ করবেন অনেক লগ্নিকারীই বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। একই সঙ্গে এই শিল্পে আগামিদিনে অসংখ্য কর্মসংস্থানের দুয়ারও উন্মুক্ত হবে বলে মনে করেন তিনি। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন।