আলুর সহায়কমূল্য ঘোষণায় বাড়ল দাম, যোগী রাজ্যেই কালোবাজারি

এখন এসব অসাধু ব্যবসায়ীরা মূলত জেলায় জেলায় আলুর দাম নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। আর এই সব কালোবাজারিদের পাশে দাঁড়িয়েছে বিজেপি

Must read

প্রতিবেদন : রাজ্য সরকার সময়োপযোগী ব্যবস্থা নেওয়ায় ক্ষতির হাত থেকে বেঁচে গিয়েছেন আলু চাষিরা। সরকার ন্যূনতম সহায়ক মূল্যে ১০ হাজার মেট্রিক টন আলু কেনার কথা ঘোষণা করায় আলুর দাম অনেকটাই উঠেছে। ফলে এবছর আলুর বাম্পার ফলন হলেও লাভের মুখ দেখেছেন কৃষকেরা। বিজেপি শাসিত উত্তরপ্রদেশের বিপরীত ছবি দেখা গিয়েছে এ-রাজ্যে। তবে মুনাফালোভী ব্যবসায়ীদের একাংশের কপাল পুড়েছে। ভিন রাজ্য থেকে কম দামে আলু কিনে বেশি লাভ করে এ-রাজ্যে বিক্রি করবেন ভেবে তারা পড়েছেন ফাঁপরে।

আরও পড়ুন-মেঘালয়ে জলবিদ্যুৎ কেন্দ্র নিয়ে জোশীমঠের মতো বিপদের আশঙ্কা অভিষেকের, সংসদে অস্পষ্ট জবাব কেন্দ্রের

এখন এসব অসাধু ব্যবসায়ীরা মূলত জেলায় জেলায় আলুর দাম নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। আর এই সব কালোবাজারিদের পাশে দাঁড়িয়েছে বিজেপি। সোমবার বিধানসভায় দাঁড়িয়ে বিরোধী দলের সঙ্গে অসাধু ব্যবসায়ীদের এই আঁতাত ফাঁস করে দিয়েছেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং পঞ্চায়েতমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার। সোমবার বিধানসভার চলতি অধিবেশনে বিরোধীরা আলুচাষিদের নিয়ে নাটক শুরু করলে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, রাজ্য সরকার আলুচাষিদের সঙ্গে আছে। চাষিরা যাতে ক্ষতিগ্রস্ত যাতে না হন তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে সরকার তাঁদের কাছ থেকে ১০ হাজার মেট্রিক টন আলু কেনার ব্যবস্থা করেছে। বিক্ষোভের কোনও খবর নেই৷ বিরোধী দল আলু কিনে রাস্তায় ফেলে বিক্ষোভ দেখিয়েছে।

আরও পড়ুন-মহারাষ্ট্রে শ্লীলতাহানির দায়ে অভিযুক্ত বিজেপি বিধায়ক

রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার দাবি করেন সরকার আলুর ন্যূনতম সহায়ক মূল্য সাড়ে ৬ টাকা ধার্য করার পর এ রাজ্যের আলুচাষিরা ফসলের ভাল দাম পাচ্ছেন। গতকাল দেখেছি, পশ্চিম মেদিনীপুরে, বীরভূমে, বাঁকুড়ায়, হুগলি ও পূর্ব বর্ধমানে দাম বেড়েছে কেজি প্রতি ৯ টাকা করে। যারা অপেক্ষা করছিলেন, কৃষকদের স্বার্থ না দেখে সুযোগ নেবেন৷ তাদের সেই কাজে বাধা এসেছে৷

আরও পড়ুন-স্বচ্ছ ভারত মিশনের হাল প্রকল্পে তৈরি শৌচাগার ভেঙে মৃত্যু হল শিশুর

একাংশের ব্যবসায়ী বেশি মুনাফার আশায় উত্তরপ্রদেশ থেকে আলু আমদানি করে হিমঘরে রেখেছিলেন। তাঁরাই এখন প্রত্যাশামতো মুনাফা না করতে পেরে ক্ষোভ প্রকাশ করছেন। যদি কেউ ক্ষতিগ্রস্থ হয় তা হলে তা হয়েছে লোভী ব্যাবসায়ীরা, আলুচাষিদের ক্ষতি হয়নি। মন্ত্রীর এই উত্তরে অসন্তুষ্ট বিজেপি বিধায়কেরা সভা থেকে বেরিয়ে প্ল্যাকার্ড, পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিজেপির পরিষদীয় দলের মুখ্যসচেতক মনোজ টিগ্গা মাথায় আলুর ঝুড়ি নিয়ে বিক্ষোভে অংশগ্রহণ করেন।

Latest article