চলতি সপ্তাহে কালবৈশাখী আসছে শহরে

বিশেষজ্ঞরা দাবি করেছেন, আরব সাগরের পাশাপাশি বঙ্গোপসাগরের ওপর আর্দ্রতার কারণে উভয় সিস্টেমই আরও শক্তিশালী হয়ে যাবে।

Must read

প্রতিবেদন : হাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়ে দক্ষিণের একাধিক জেলায় হয়েছে কালবৈশাখী। ভিজেছে বৃষ্টিতেও। কিন্তু হাঁসফাঁস গরম থেকে সামান্য বিরতি পায়নি কলকাতা। দিন দিন বাড়ছে তাপমাত্রা। তবে শহরবাসীর জন্য রয়েছে ভাল খবর। আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহেই কলকাতায় শুরু হবে কালবৈশাখীর চরম দাপট৷ আসন্ন বিভিন্ন আবহাওয়া সিস্টেমের মধ্যে একটি মিথোস্ক্রিয়া ফলাফল হবে। জলবায়ু মডেল অনুসারে, পূর্ব মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা এবং তৎসংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশের উপর একটি ডবল সাইক্লোনিক সঞ্চালন তৈরি হতে পারে। এই দুটি সিস্টেমের মধ্যে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন-পথক্লান্ত পথিক ও প্রবীণদের জন্য সাজল ২১ ধাপি

বিশেষজ্ঞরা দাবি করেছেন, আরব সাগরের পাশাপাশি বঙ্গোপসাগরের ওপর আর্দ্রতার কারণে উভয় সিস্টেমই আরও শক্তিশালী হয়ে যাবে। এছাড়াও একই সময়ে পশ্চিম হিমালয়ের মধ্য দিয়ে একটি সক্রিয় পশ্চিমি ঝঞ্ঝা তৈরির সম্ভাবনা রয়েছে। এই সমস্ত সিস্টেমগুলি একসঙ্গে ১৩ থেকে ১৮ মার্চ পর্যন্ত দেশের মধ্য, পূর্ব এবং দক্ষিণ অংশে ব্যাপক আবহাওয়ার ওলটপালট ঘটাবে৷ কলকাতায় বুধবার আংশিক মেঘলা আকাশ থাকবে। শুক্র, শনি ও রবিবার কালবৈশাখীর সঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা৷ শনিবারে শহর কলকাতা দেখতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি৷ কলকাতায় আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে৷ অর্থাৎ আকাশ আংশিক মেঘলা থাকলেও গরমের তাপ অনুভব করবে কলকাতাবাসী৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৬০ শতাংশ৷

Latest article