প্রতিবেদন : অস্কারের মঞ্চে জোড়া পালক ভারতের মুকুটে। সেরা ডক্যুমেন্টারি শর্ট ফিল্ম বিভাগে সেরার শিরোপা ছিনিয়ে নিল তামিল ছবি দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স। কার্তিকী গঞ্জালভেস দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স ছবিটি পরিচালনা করেছেন। ছবিটি প্রযোজনা করেছেন গুনীত মোঙ্গা। প্রযোজক গুনীত ও পরিচালক কার্তিকীর হাত ধরেই ভারতে এল এবারের প্রথম অস্কার। উল্লেখ্য, পরিচালক কার্তিকী এবং প্রযোজক গুনীত দু’জনেই মহিলা।
আরও পড়ুন-বর্ষায় জলযন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছে শহর
মাদুমালাই ন্যাশনাল পার্কের প্রেক্ষাপটে তৈরি ছবি দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স আদতে এক অনাথ বাচ্চা হাতির গল্প। যার নাম রঘু। এই অনাথ হস্তি শাবকটি স্থানীয় দম্পতি বোম্মান ও বেল্লির তত্ত্বাবধানে বড় হয়। জখম রঘুকে ভাল করে তোলেন এই মাহুত দম্পতি। এই ছবিতে এক সময় কীভাবে এই তিনজনের জীবন একসূত্রে বাঁধা পড়ল তা ফুটিয়ে তুলেছেন পরিচালক কার্তিকী। এই ছবির মাধ্যমে এক পোষ্যের সঙ্গে তার মনিব জুটির বন্ধন সকলের নজর কেড়েছে। শুধু তাই নয়, সেই সঙ্গে এই ছবিতে ফুটে উঠেছে প্রকৃতি ও তার অপার সৌন্দর্য।
আরও পড়ুন-কেন্দ্রের বঞ্চনায় সরব হলেন মন্ত্রী চন্দ্রিমা
তবে শুধু তিনজনের ব্যক্তিগত জীবন নয়, এই ছবি যেন বিদেশের মাটিতে তুলে ধরেছে গোটা ভারতকে। ২০২২ সালের ডিসেম্বর মাসে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল ডক্যুমেন্টারি দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স। পুরস্কার পাওয়ার পর সেই ছবি ইতিমধ্যেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন গুনীত। ছবির ক্যাপশনে লিখেছেন, এই জয় তিনি সব নারীদের প্রতি উৎসর্গ করেছেন। এই প্রথম ভারতীয় প্রযোজক হিসেবে কেউ অস্কার পেল। এটা দু’জন নারীর বিশ্বজয়। তিনি এখনও উত্তেজনায় কাঁপছেন। ছবির পরিচালক কার্তিকী বলেছেন, এই সম্মান আমি আমার মাতৃভূমি ভারতকে উৎসর্গ করছি। ইতিমধ্যেই কার্তিকী ও গুনীতের ইনবক্স উপচে পড়ছে শুভেচ্ছার বন্যায়।
আরও পড়ুন-চলতি সপ্তাহে কালবৈশাখী আসছে শহরে
এই বিভাগে বাকি চারটি মনোনীত ছবি হল হলআউট, দ্য মার্থা মিশেল এফেক্ট, স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট, হাউ ডু ইউ মেজার এ ইয়ার? এই বিভাগে ভারতীয় ছবি হিসেবে প্রথম অস্কার পেল দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স। প্রসঙ্গত, এবারের অস্কারে সেরা তথ্যচিত্র ফিচার বিভাগেও মনোনীত হয়েছিল শৌনক সেন পরিচালিত ভারতীয় ছবি অল দ্যাট ব্রিদস। যদিও শেষ পর্যন্ত ছবিটি অস্কার পায়নি।