মঙ্গলবার ঋষি অরবিন্দ ঘোষের (Rishi Aurobindo Ghosh) জন্ম সার্ধশতবর্ষে আলিপুর জাজেস কোর্টে আবক্ষমূর্তি উন্মোচন করে চাকরিহারাদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাদের পরিবারের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিন। তাদের জন্য আমার কোনও দয়া নেই। কিন্তু ছেলেমেয়েগুলো যাতে বঞ্চনার শিকার না হয়। তাঁদের চাকরিটা আইন অনুযায়ী ফিরিয়ে দিন। আইন অনুযায়ী তারা ভুল করে থাকলে তাঁদের সুযোগ দেওয়া হোক। দরকার হলে তাঁরা আবার পরীক্ষা দিক।’
আরও পড়ুন-নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী
এদিন, কার্যত নিয়োগ বাতিলের বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী। বলেন, “কথায় কথায় লোকের চাকরি খাবেন না। এটা রাজনীতি নয়।” বাম আমলের বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের চাকরি সংক্রান্ত রায়ের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, ‘সেই রায়ে চাকরি খাওয়ার কথা বলেননি। সংশোধনের কথা বলেছিলেন। এখন কথায় কথায় ৩ হাজার, ৪ হাজার চাকরি বাদ। সবাই তো তৃণমূল ক্যাডার নয়’। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জলপাইগুড়ির চাকরিহারার আত্মহত্যার উল্লেখ করেন। বীরভূমেও এক চাকরিহারার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মমতা বলেন, পরিবারে কান্না দেখে তিনি শোকাহত। বলেন, ‘ছবিটা দেখে সকাল থেকে আমার মন খারাপ। ওদের পরিবারটাও তো আমাদের পরিবার।’ চাকরিহারাদের পুনর্নিয়োগের পক্ষে সওয়াল করেন মমতা। বলেন, ‘আমি একটু ভেবে দেখতে বলছি। কালকেও দুজন আত্মহত্যা করেছে। কেউ যদি ভুল করে থাকে তাহলে তার দায়িত্ব এঁরা নেবে কেন? চাকরি পেয়ে অনেকে সংসার করেছে। বাড়িতে মা, স্ত্রী আছে। হঠাৎ করে চাকরি চলে গেলে খাবে কী? ছেলেমেয়েগুলো যাতে বঞ্চনার শিকার না হয়। তাদের চাকরিটা আইন অনুযায়ী ফিরিয়ে দিন। আইন অনুযায়ী তাঁরা ভুল করে থাকলে তাদের সুযোগ দেওয়া হোক। দরকার হলে তাঁরা আবার পরীক্ষা দিক। দরকার হলে তাঁদের জন্য আলাদা বন্দোবস্ত হোক। আদালত যা সিদ্ধান্ত নেবে তাই আমরা করে দেব।’
আরও পড়ুন-নিয়ম মেনেই হচ্ছে রিসর্ট
সিপিআইএমনেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের নাম না করে মুখ্যমন্ত্রী বলেন, ‘চাকরি দেওয়ার লোক নেই, চাকরি নিয়ে নিচ্ছে। PIL এখন পলিটিক্যাল ইনটারেস্ট লিটিগেশন হয়ে গেছে। আমাকে আপনার পছন্দ হতে নাও পারে, আমার দলকে আপনার পছন্দ নাও হতে পারে, আমার সরকারকে আপনার পছন্দ নাও হতে পারে, আমাকে মারুন যা কিছু করুন। কিন্তু দয়া করে রাজ্যটাকে বদনাম করে ছাত্র-যৌবনের খাওয়ার অধিকার কেড়ে নেবেন না। আইনজীবীদের কাছে আবেদন করছি, দয়া করে বিষয়টি ভেবে দেখবেন।’ মুখ্যমন্ত্রীর কথায় তাঁদের আমলে কোনও বাম ক্যাডারের চাকরি কেড়ে নেওয়া হয়নি।