‘কাজ করবেন রাজ্যে, কেন্দ্রের হারে টাকা দেওয়া যাবে না’ ডিএ নিয়ে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ বকেয়া ডিএ মেটানোর দাবিতে আন্দোলনে নেমেছে

Must read

মঙ্গলবার আলিপুর জাজেস কোর্টে ঋষি অরবিন্দ ঘোষের সার্ধশতবর্ষ জন্মবার্ষিকী পালনে এসে ডিএ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন ‘আমি অধিকার কাড়ার পক্ষে নই, অধিকার দেওয়ার পক্ষে। যেটা আইনি স্বীকৃত।’
রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রের হারে ডিএ (DA) দেওয়া সম্ভব নয় বলে এদিন পরিষ্কার জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘কাজ করবেন রাজ্য সরকারে, আর কেন্দ্রের হারে টাকা দিতে হবে, সেটা চলতে পারে না। রাজ্য রাজ্যের পে কমিশন অনুযায়ী চলে। আমরা ষষ্ঠ পে কমিশন অনুযায়ী টাকা দিয়েছি।’

আরও পড়ুন-‘ভুল করে থাকলে আইন অনুযায়ী আবার সুযোগ দিন’, চাকরিহারাদের হয়ে সরব মুখ্যমন্ত্রী

এদিন তিনি বলেন, ‘রাজ্য সরকার চলে রাজ্যের আর্থিক নীতি অনুযায়ী। রাজ্যের আর্থিক কাঠামো আলাদা। কেন্দ্রীয় সরকার চলে কেন্দ্রের নীতি অনুযায়ী। তাদের আর্থিক কাঠামো অনুযায়ী। কেন্দ্রের রিজার্ভ ব্যাঙ্ক আছে। রাজ্য সরকারের টাকা ছাপানোর ক্ষমতা নেই। আগে অনেকভাবে কর আদায় করতাম। এখন তো একটাই কর। GST। সেটা তুলে নিয়ে যাওয়ায় আমাদের অনেক লোকসান হচ্ছে। তা সত্ত্বেও আমরা মাসের ১ তারিখে বেতন দিই, পেনশন দিই। আমরা স্বাস্থ্যসাথী দিয়েছি, লক্ষ্ণীর ভাণ্ডার চলছে, জয় জোহার চলছে, পেনশন ভাতা চলছে, বিনামূল্য রেশন দিই।’

আরও পড়ুন-নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

ডিএ আন্দোলনকারীদের মমতা জিজ্ঞেস করেন, ‘যে সরকার এত মানবিক, আর কত করতে পারে? বাম আমলের ঋণ এখনও তাঁর সরকার পরিশোধ করে চলেছে এবং এর উপর কেন্দ্র GST কর তুলে নিয়ে যাচ্ছে, ১০০ দিনের কাজের টাকা এখনও বাকি।’ প্রসঙ্গত রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ বকেয়া ডিএ মেটানোর দাবিতে আন্দোলনে নেমেছে। গত শুক্রবার ধর্মঘটে সামিল হন আন্দোলনকারীরা।

Latest article