প্রতিবেদন : শাসক দলের বেশ কিছু নেতার নিরাপত্তা প্রত্যাহার করে নিল রাজ্য সরকার। এঁদের বেশিরভাগই বারাকপুর পুলিশ কমিশনারেট তাদের অধীনস্থ এলাকার বিভিন্ন পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান পারিষদ, কাউন্সিলর, প্রাক্তন বিধায়ক ইত্যাদি। মোট ৪১ জন তৃণমূল কংগ্রেস নেতার পুলিশি নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
আরও পড়ুন-শিলাবৃষ্টির পূর্বাভাস উত্তরে কমলা সতর্কতা
এই মর্মে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি সব থানার ওসি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ডেপুটি কমিশনারদের পাঠানো হয়েছে। নেতাদের নিরাপত্তায় থাকা পুলিশ কর্মীদের আজকের মধ্যেই কমিশনারেটের সদর কার্যালয়ে রিপোর্ট করতে বলা হয়েছে। যে তৃণমূল কংগ্রেস নেতাদের নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে তাঁদের মধ্যে রয়েছেন আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী, জগদ্দলের প্রাক্তন বিধায়ক পরশ দত্ত, উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস, নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়, খড়দহ পুরসভার ভাইস চেয়ারম্যান সায়ন মজুমদার, হালিশহর পুরসভার ভাইস চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ, নৈহাটি পুরসভার স্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান পারিষদ সনৎ দে, প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক কাজল সিনহার স্ত্রী খড়দহ পুরসভার কাউন্সিলর নন্দিতা সিনহা প্রমুখ।