প্রতিবেদন : আটদিনে তিনটি ম্যাচ খেলতে হয়েছে। তার মধ্যেই গতবারের চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসি-কে টাইব্রেকারে হারিয়ে আইএসএল ফাইনাল খেলার ছাড়পত্র আদায় করে নিয়েছে মোহনবাগান। সোমবারের রাত জয় উদযাপন করে মঙ্গলবার থেকেই বেঙ্গালুরু এফসি’র বিরুদ্ধে ফাইনাল নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো। মঙ্গলবার সকালে টিম হোটেলেই রিকভারি সেশন ছিল। বুধবার অনুশীলন করে বৃহস্পতিবার গোয়া রওনা হবে মোহনবাগান।
আরও পড়ুন-হাজিরা নিয়ে উত্তাল বিশ্বভারতী, বিক্ষোভ
জুয়ান বলেছেন, ‘‘খেলার ৭৫ মিনিটের পর থেকেই ছেলেরা বেশ ক্লান্ত হয়ে পড়ে। টানা ম্যাচ খেলতে হওয়ায় এটা খুবই স্বাভাবিক। ৯০ মিনিটের জায়গায় যদি ম্যাচ ১২০ মিনিটের হয়, তার জন্য খেলোয়াড়দের চোট বাঁচিয়ে খেলার চেষ্টা করতে হয়। তাই আমাদের কাজটা সহজ ছিল না। বেশ কঠিনই ছিল। যখন খেলোয়াড়রা শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে, তখন সমর্থকদের উৎসাহই বাড়তি অনুপ্রেরণা জোগায় দলকে। তাই সমর্থকদের জন্য আমি খুব খুশি। ওদের মুখে হাসি ফোটাতে পেরে ভাল লাগছে। আশা করি, ফাইনালেও অনেক সমর্থন পাব। গোয়ায় হয়তো অনেকেই যাবেন আমাদের দলকে সমর্থন করতে।’’ হুগো বুমোস, প্রীতম কোটালরা আবার সমর্থকদের কাছে আবেদন করেছেন গোয়ায় মাঠ ভরানোর জন্য।
আরও পড়ুন-নিরাপত্তা প্রত্যাহার
ফাইনালের প্রতিপক্ষ বেঙ্গালুরু দলে সবুজ-মেরুনের প্রাক্তনী রয় কৃষ্ণ, জাভি হার্নান্ডেজ, সন্দেশ ঝিঙ্গান, প্রবীর দাসরা রয়েছেন। জুয়ান বলেছেন, ‘‘বেঙ্গালুরুকে এবার আমরা একবার হারিয়েছি, ওরাও আমাদের হারিয়েছে। তাই ফাইনাল আকর্ষণীয় হবে। ওদের ভাল দল। দক্ষ খেলোয়াড়রা আছে। আমাদের দু-তিন রকমের পরিকল্পনা করতে হবে। ফতোরদা ফাইনালের পক্ষে বেশ ভাল মাঠ। আমি ওখানে দু’বছর কাজ করেছি। ফাইনালে আমাদের সামনে বড় সুযোগ।’’