প্রতিবেদন : করোনার দুটি নতুন ভ্যারিয়েন্টের হদিশ মিলল ইজরায়েলে। নতুন ধরনের এই ভ্যারিয়েন্টটি ওমিক্রনের সমগোত্রীয় বলে সে দেশের বিশেষজ্ঞরা জানিয়েছেন। বিমানবন্দরে বিদেশ থেকে আসা দুই যাত্রীর আরটি পিসিআর পরীক্ষার সময় তাঁদের শরীরে এই নতুন ভ্যারিয়েন্টের খোঁজ মেলে। সম্প্রতি ইজরায়েলে নতুন করে ওমিক্রনের সংক্রমণ ছড়াচ্ছে। জানা গিয়েছে, ইজরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরের নামার পরে অসুস্থ হয়ে পড়েন দুই যাত্রী। তাঁদের শরীরে করোনার উপসর্গ ছিল। তাই সঙ্গে সঙ্গেই তাঁদের আরটি পিসিআর পরীক্ষা করা হয়।
আরও পড়ুন-যোগীরাজ্যে ছয় বছরে দশ হাজার এনকাউন্টার!
রিপোর্টে দেখা যায়, ওই দুই যাত্রী করোনার নতুন এক ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওমিক্রনের বিএ-১ এবং বিএ-২ ভাইরাসের মিশ্রণে এই নতুন প্রজাতিটি জন্ম নিয়েছে। মানুষের শরীরে এই দুই ভাইরাস প্রবেশ করলে তাদের চরিত্রে বড় মাপের বদল ঘটে নতুন প্রজাতির সৃষ্টি হয়। নতুন প্রজাতিটি যথেষ্ট প্রাণঘাতী। গত এক সপ্তাহে ইসরাইলে ৬ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ৫০০ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে সে দেশের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে।