প্রতিবেদন : টানা তিনমাস পুলিশের সঙ্গে লুকোচুরি খেলেও শেষরক্ষা হল না। আসানসোলে কম্বল-বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যুর ঘটনায় নয়ডা থেকে গ্রেফতার হলেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। শনিবার দিল্লি-যমুনা এক্সপ্রেসওয়ে থেকে তাঁকে গ্রেফতার করল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ।
আরও পড়ুন-এবার স্বাবলম্বী হতে নয়া উদ্যোগ, ১ এপ্রিল থেকে আবেদন শুরু,রাজ্যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড
গত ১৪ ডিসেম্বর ২৭ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ ডাঙালে ‘শিবচর্চা ও মেগা কম্বল বিতরণ’ অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন জিতেন্দ্রর স্ত্রী স্থানীয় বিজেপি কাউন্সিলর চৈতালি তেওয়ারি। ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। সেখানেই হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় চাঁদমণি দেবী ( ৫৫) ও প্রীতি সিং ( ১১) এবং ঝালি দেবী বাউরির (৬৩)। জখম হন ছ’জন। এরপরই পুলিশ জিতেন্দ্র, চৈতালি-সহ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর করে। একাধিকবার স্বামী-স্ত্রীকে হাজিরা দেওয়ার নির্দেশ দিলেও হাজির হননি তাঁরা। পুলিশ বাড়ি গিয়ে তালাবন্ধ পায়। এরপরই শনিবার দিল্লি থেকে গ্রেফতার জিতেন্দ্র।