লখিমপুর খেরা : মর্মান্তিক। বিক্ষোভরত কৃষকদের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের লখিমপুর খেরির ঘটনা। অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রর বিরুদ্ধে। এই ঘটনায় চারজন কৃষকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আরও দশজন গুরুতর আহত হয়েছেন বলে খবর। রবিবার উত্তরপ্রদেশের লখিমপুর খেরির টিকুনিয়ায় বিজেপির একটি অনুষ্ঠান ছিল। সেখানেই মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যের। অন্যদিকে বিজেপির সভাস্থলের কাছেই কেন্দ্রের আনা কৃষি আইনের প্রতিবাদে বিক্ষোভে শামিল হয়েছিলেন কৃষকরা। ওই পথ দিয়েই মন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যকে স্বাগত জানাতে যাচ্ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয়ের মিশ্রর ছেলে আশিস মিশ্র। অভিযোগ, কৃষকরা অবস্থান বিক্ষোভ থেকে না ওঠায় কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে তাঁদের উপর গাড়ি চালিয়ে দেয়। শুধু তাই নয়, সে গুলিও চালায় বলে অভিযোগ। আর এই ঘটনায় চারজন কৃষকের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। যদিও পুলিশের তরফে দু’জন কৃষকের মৃত্যুর খবরের কথা জানানো হয়েছে। যোগীরাজ্যের এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নিহত কৃষক পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামিকাল অর্থাৎ সোমবার তৃণমূলের পাঁচজনের একটি প্রতিনিধি দল নিহত পরিবারগুলির সঙ্গে দেখা করবেন বলেও জানান তিনি।
আরও পড়ুন: মাদককাণ্ডে হাতেনাতে ধৃত শাহরুখপুত্র