ভবানীপুর: পিছিয়ে থাকা ওয়ার্ডেও লিড দলের

Must read

প্রতিবেদন : প্রত্যাশামতোই ‘মিনি ইন্ডিয়া’ ভবানীপুরে রেকর্ড মার্জিনে জিতলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জয়ের ব্যবধান ৫৮ হাজার ৮৩৫ ভোট। কলকাতা পুরসভার ৮টি ওয়ার্ড নিয়ে ভবানীপুর বিধানসভা কেন্দ্রটি গঠিত। তবে খুব তাৎপর্যপূর্ণ বিষয় হল একুশের বিধানসভা নির্বাচনে ছ’টি ওয়ার্ডে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস, দুটি ওয়ার্ডে এগিয়েছিল বিজেপি। কিন্তু এবার উপনির্বাচনে মুখ্যমন্ত্রী ৮টি ওয়ার্ড থেকেই লিড পেলেন।

আরও পড়ুন: ভবানীপুরে রেকর্ড জয়ে দলনেত্রীকে শুভেচ্ছা জানালেন বাবুল সুপ্রিয়

একুশের বিধানসভা ভোটে ৭০ ও ৭৪ নম্বর ওয়ার্ডে এগিয়ে ছিল বিজেপি। এবার এই দুই ওয়ার্ড থেকেই লিড পেয়েছে তৃণমূল। যা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ, ২০১৯-এর লোকসভা নির্বাচনে ৬৩ নং ওয়ার্ডে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। ২০২১-এর বিধানসভা নির্বাচনে এই ওয়ার্ডে এগিয়ে যায় দল। এবারের উপনির্বাচনে সেই ব্যবধান আরও বেড়েছে। ভবানীপুরের সবক’টি ওয়ার্ডেই লিড পাওয়ায় ভবানীপুরবাসীকে ধন্যবাদ জানিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, মন ভরে গিয়েছে। ভবানীপুর বুঝিয়ে দিল আসলে এই জয় মানুষের ভোট প্রতিবাদ। পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদ। রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ। বাংলার বিরুদ্ধে কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণের প্রতিবাদ। ভবানীপুরের দুটি ওয়ার্ড বুঝিয়ে দিল কেন্দ্রের ডাক এসে গিয়েছে।

Latest article