প্রতিবেদন : গুজরাত বিধানসভা নির্বাচনের সময় মেয়াদ শেষের আগেই বিলকিস বানোর (Bilkis Bano Case) ধর্ষক ও খুনিদের মুক্তি দেওয়া হয়েছিল। গুজরাত সরকারের ধর্ষকদের মুক্তির সিদ্ধান্তের প্রতিবাদে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিলকিস। ওই আবেদনের প্রেক্ষিতে বিলকিসের বক্তব্য শোনার সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। বুধবার দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন, বিলকিসের আর্জি শুনতে বিশেষ বেঞ্চ গড়বে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে গুজরাতের বিজেপি সরকারের কাছে একটা বড় ধাক্কা। সাজার নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার আগেই বিলকিস বানোর ১১ ধর্ষক ও তাঁর শিশুকন্যা-সহ পরিবারের একাধিক সদস্যর খুনিদের মুক্তি দিয়েছিল গুজরাতের বিজেপি সরকার। শুধু মুক্তি দেওয়াই নয়, ওই খুনি ও ধর্ষকদের রীতিমতো মালা পরিয়ে স্বাগত জানিয়েছিলেন বিজেপি নেতারা। স্পষ্ট বোঝা গিয়েছিল, গুজরাত বিধানসভা নির্বাচনে এই ধর্ষকদের কাজে লাগাতে চায় বিজেপি সরকার। অন্যদিকে এই ঘটনায় আরও আতঙ্কে ভুগতে থাকে বিলকিসের (Bilkis Bano Case) পরিবার। তাই রাজ্য প্রশাসনের ওই সিদ্ধান্তের বিরোধিতায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিলকিস। তবে এর আগে চারবার আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি। শেষ পর্যন্ত বুধবার বিলকিসের আবেদনে সাড়া দিল সর্বোচ্চ আদালত। এদিন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পি এস নরসিমা ও বিচারপতি জে বি পারদিওয়ালার বেঞ্চের দৃষ্টি আর্কষণ করেন বিলকিসের আইনজীবী শোভা গুপ্তা। ওই আবেদনের প্রেক্ষিতে নতুন বেঞ্চ গড়ে বিলকিসের আবেদন শোনার আশ্বাস দেন প্রধান বিচারপতি।
আরও পড়ুন: দশরথের কীর্তি