প্রতিবেদন : রাজ্য সরকারি কর্মীদের সার্ভিস বুক হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আটকাতে তা সম্পূর্ণভাবে ডিজিটাল করে তোলা হবে। ধাপে ধাপে যাতে সমস্ত কর্মীর সার্ভিস বুক ডিজিটাল করে তোলা হয় সেজন্য রাজ্যের অর্থ দফতর নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে সংশ্লিষ্ট কর্মী যে দফতরে কর্মরত সেই দফতরের কর্তা ফিজিক্যাল সার্ভিস বুকটি ই-সার্ভিস বুকে রূপান্তরিত করতে পারবেন এইচআরএমএস পোর্টালের মাধ্যমে।
আরও পড়ুন-পাড়ায় পাড়ায় ভ্রাম্যমাণ গ্রন্থাগার
কীভাবে সার্ভিস বুক ই-সার্ভিস বুকে রূপান্তরিত করা হবে, তা জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। এর জন্য একটি নির্দিষ্ট ওয়ার্ক ফ্লো চেন তৈরি করা হয়েছে। প্রসঙ্গত সরকারি কর্মীদের চাকরি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হল সার্ভিস বুক। চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য সেখানে নথিভুক্ত থাকে। জন্মতারিখ, শিক্ষাগত যোগ্যতা, চাকরিতে যোগ দেওয়ার দিন থেকে অবসরের দিন এতে উল্লেখ থাকে।
আরও পড়ুন-বিজেপি পঞ্চায়েত করেনি, রাস্তা সারালেন গ্রামবাসীরা
এ-ছাড়া কর্মীদের ছুটির হিসেব, বেতনক্রম, পদোন্নতি, বদলি, চাকরিজীবনে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলে সেই সংক্রান্ত তথ্যও সার্ভিস বুকে লিপিবদ্ধ থাকে। যা নিয়মিত পরিমার্জন করা হয়। অবসর নেওয়ার পর পেনশন ও অন্যান্য প্রাপ্য পাওয়ার ক্ষেত্রে সার্ভিস বুকের গুরুত্ব অপরিসীম। এখন অফিসের মধ্যে সব কর্মীর সার্ভিস বুক রেজিস্ট্রার রাখা থাকে। ই-সার্ভিস বুক হয়ে গেলে এটি অনলাইনে থাকবে। ফলে সার্ভিস বুক হারানোর বা নষ্ট হওয়ার কোনও আশঙ্কা থাকবে না।