নয়াদিল্লি : টানা ১০ দিন অচল সংসদের কাজকর্ম। তাই সংসদের বাইরেই বিভিন্ন ইস্যুতে সোচ্চার হওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। সেইমতো বৃহস্পতিবার একশো দিনের কাজে বাংলার বকেয়া পাওনাগণ্ডা নিয়ে সরব হলেন তৃণমূল সাংসদরা। সময়মতো রাজ্যের বিপুল পরিমাণে বকেয়া টাকা না দেওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করলেন সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং সৌগত রায়।
আরও পড়ুন-ফের এক বড় রিপোর্ট ফাঁস হবে, দাবি হিন্ডেনবার্গের
এবারের বাজেটে একশো দিনের কাজের খাতে বাজেট বরাদ্দ ৭২ হাজার কোটি টাকা থেকে কমিয়ে ৬০ হাজার কোটি টাকা করা হয়েছে। ইতিমধ্যেই এই খাতে বাজেট বরাদ্দ কমানো নিয়ে কেন্দ্রের কঠোর সমালোচনা করেছে সংসদীয় স্থায়ী কমিটি। এটাকে তারা কফিনে শেষ পেরেক পুঁতে দেওয়ার সঙ্গে তুলনা করেছে। মনরেগার মতো গ্রামীণ কর্মসংস্থানের ক্ষেত্রকে দুর্বল করা যুক্তিযুক্ত নয় বলে রিপোর্টে উল্লেখ করেছে সংসদীয় কমিটি। এদিন সাংবাদিক সম্মেলনে তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন বলেন, বাংলার মতোই বিভিন্ন অবিজেপি রাজ্যগুলিকে মনরেগার বরাদ্দ থেকে বঞ্চিত করা হয়েছে।
রাজ্যে মনরেগায় কাজ পাওয়া পরিবারগুলির মধ্যে মাত্র ৩ শতাংশ মানুষ টাকা পেয়েছেন। মনরেগায় গড়ে কাজ পাওয়া গিয়েছে মাত্র ৪৭ দিন। অথচ পশ্চিমবঙ্গে সব থেকে বেশি শ্রমদিবস তৈরি হয়েছে একশো দিনের কাজে। ২০২১ সালে শেষবার মনরেগায় মজুরি বাবদ কেন্দ্রীয় সরকার রাজ্যকে টাকা দিয়েছে। এর ফলে রাজ্যের ৩.৭ কোটি শ্রমিক এখনও মজুরি পাননি। বিজেপি সরকার ইচ্ছাকৃতভাবে এটা করছে। মনরেগা মানুষের অধিকার, এখানে কেউ দান করছেন না।