বাংলার কৃষক-শ্রমিকদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদী শ্রমিকনেতা ঋতব্রত, চটশিল্প ধ্বংস করতে কোমর বেঁধেছে কেন্দ্র

তাই এ নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে জুট কমিশনার মলয়চন্দন চক্রবর্তীকে চিঠি দিল রাজ্য আইনএনটিটিইউসি। বৃহস্পতিবার এই চিঠিটি পাঠানো হয়েছে তাঁকে।

Must read

প্রতিবেদন : চটশিল্পকে (jute industry) বাঁচতে বারবার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে উদ্যোগ নিতে অনুরোধ করা হলেও তাদের করফে কোনও কর্ণপাত করা হয়নি। বরং বাংলার চটশিল্পকে ধ্বংস করতেই এক প্রকার কোমর বেঁধে নেমে পড়েছে কেন্দ্র। পাটশিল্পীদের ভাতে মারার চক্রান্ত করে চটের পলিব্যাগ বাজারে চালু করার উদ্যেগ নিয়েছে কেন্দ্র।

আরও পড়ুন-এক বছরেই পাল্টে গিয়েছে তৃণমূলের পুরসভার ভোল

শুধু তা-ই নয়, চটের এই পলিব্যাগ কিন্তু একেবারেই পরিবেশবান্ধব সামগ্রী নয়। কোনও রকম গবেষণা ছাড়াই এই ব্যাগ বাজারে চালু করা হলে প্রভূত ক্ষতির মুখে পড়তে হবে। তাই এ নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে জুট কমিশনার মলয়চন্দন চক্রবর্তীকে চিঠি দিল রাজ্য আইনএনটিটিইউসি। বৃহস্পতিবার এই চিঠিটি পাঠানো হয়েছে তাঁকে।

আরও পড়ুন-জারিনদের সামনে এবার সোনার হাতছানি

এই বিষয়ে প্রতিবাদ জানিয়ে তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘খাদ্যশস্য প্যাকিংয়ের জন্য কেন্দ্রের এই পলি জুট ব্যাগের ভাবনা একেবারেই সমর্থনযোগ্য নয়। পাটের সঙ্গে পলিয়েস্টার মিশলে ক্ষতিগ্রস্ত হবেন পাটচাষিরাও। আমাদের রাজ্যে যে পাট উৎপন্ন হয় তা পলিজুট ব্যাগ তৈরির উপযোগী নয়। ফলে কেন্দ্রের এমন ভাবনা আমরা কৃষক এবং শ্রমিকদের স্বার্থেই মেনে নেব না। তাঁদের কোনওপ্রকার ক্ষতি হতেও দেব না।’

Latest article