ফের এক বড় রিপোর্ট ফাঁস হবে, দাবি হিন্ডেনবার্গের

জানুয়ারির শেষদিকে তাদের প্রকাশ করা রিপোর্টের জের এখনও কাটেনি। হিন্ডেনবার্গের রিপোর্টে তোলপাড় ভারতের সংসদ থেকে রাজনীতির ময়দান।

Must read

প্রতিবেদন : ফের হুঁশিয়ারি দিল হিন্ডেনবার্গ রিসার্চ। স্পষ্ট জানাল, তারা শীঘ্রই আরও একটি বিস্ফোরক রিপোর্ট প্রকাশ করতে চলেছে। জানুয়ারির শেষদিকে তাদের প্রকাশ করা রিপোর্টের জের এখনও কাটেনি। হিন্ডেনবার্গের রিপোর্টে তোলপাড় ভারতের সংসদ থেকে রাজনীতির ময়দান। এরই মধ্যে বৃহস্পতিবার মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ বৃহস্পতিবার জানাল, তারা ফের এক রিপোর্ট প্রকাশ করবে। শুধু তাই নয়, এই রিপোর্ট আগের চেয়েও আরও ভয়ঙ্কর। তবে ওই রিপোর্টে ভারতেরই কোনও কেলেঙ্কারি ফাঁস করবে কি না সে বিষয়ে কোনও কিছু জানায়নি সংস্থা।

আরও পড়ুন-বাংলার কৃষক-শ্রমিকদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদী শ্রমিকনেতা ঋতব্রত, চটশিল্প ধ্বংস করতে কোমর বেঁধেছে কেন্দ্র

যদিও আসন্ন রিপোর্টে ফের ভারতের কোনও খবর ফাঁস হতে পারে বলে জল্পনা চরমে উঠেছে। হিন্ডেনবার্গের আগের রিপোর্টে ভারতীয় ধনকুবের গৌতম আদানির সংস্থার বিরুদ্ধে শেয়ারের দামে জালিয়াতি, প্রতারণা, বেনামে বিনিয়োগের অভিযোগ আনা হয়েছিল। ওই রিপোর্টের জেরে নরেন্দ্র মোদি ঘনিষ্ঠ শিল্পপতি আদানির সংস্থার বিপুল ক্ষতি হয়েছে। আদানি ইস্যুতে তোলপাড় হচ্ছে দেশ। আদানির বিরুদ্ধে যৌথ সংসদীয় কমিটির তদন্তের দাবি তুলেছে বিরোধীরা। তবে ২০২২ সাল থেকেই ক্ষতির সম্মুখীন হয়েছে আদানি গোষ্ঠী।

আরও পড়ুন-এক বছরেই পাল্টে গিয়েছে তৃণমূলের পুরসভার ভোল

হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশের আগেই সপ্তাহ তিন হাজার কোটি টাকা করে ক্ষতি হয়েছে আদানিদের, এমনটাই জানিয়েছে এমথ্রিএম হুরুন গ্লোবাল রিচ লিস্ট নামে এক আন্তর্জাতিক সংস্থা। বুধবার এমথ্রিএম হুরুনের প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, আদানিদের ক্ষতির পরিমাণ ছিল ৬০ শতাংশ। যদিও হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশের পর আদানিদের মোট ক্ষতির কোনও হিসাব এখনও পাওয়া যায়নি। এরই মধ্যে হিন্ডেনবার্গ রিসার্চের বৃহস্পতিবারের ঘোষণায় ব্যাপক কৌতূহল ও জল্পনা তৈরি হয়েছে। বলাই বাহুল্য হিন্ডেনবার্গের এই মন্তব্যে শাসক শিবিরই শঙ্কিত বেশি।

Latest article